অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ গত শনিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজন করেছে ‘ACCA Symposium–A Thought Leadership Session on BPO, GTT & Sustainability।’ দিনব্যাপী সিম্পোজিয়ামে প্রায় ২০০ সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্পনেতা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা হিসাব ও অর্থায়নে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস (জিটিটি) এবং টেকসই উন্নয়ন রিপোর্টিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, যা পেশার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্লেষণধর্মী আলোচনা, মূল বক্তব্য উপস্থাপনা ও প্যানেল সেশন অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও নতুন সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করে। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন এফসিসিএ প্রমা তপশী খান, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ। তিনি এসিসিএর থট লিডারশিপ ও শিল্পের মূল অংশীদারদের মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সিম্পোজিয়ামের তৃতীয় ও শেষ সেশনে করপোরেট স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্তিক আহমেদ শাহ সেশনের সূচনা বক্তব্য দেন।

মূল বক্তব্য উপস্থাপন ও প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন মীর সাজেদ-উল-বাশার, প্রধান নির্বাহী, সাজেদ মির চার্টাড অ্যাকাউন্ট্যান্টস। প্যানেল আলোচনায় অংশ নেন লোপা রহমান, (ইএসজি অফিসার, আইএফসি সাউথ এশিয়া), মো.

মাহবুবুর রহমান, (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, সিটি ব্যাংক লিমিটেড এবং রাকিবুল ফাইয়াজ মো. ইকরামাহ, এফসিসিএ, ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং প্রধান ও ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন লিমিটেড এবং ভাইস চেয়ারম্যান, এসিসিএ বাংলাদেশ মেম্বার অ্যাডভাইজরি কমিটি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এস স এ

এছাড়াও পড়ুন:

ওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি

সরকারি বিদ্যুৎ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। অথবা ফিন্যান্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাস করা প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ৩.৫ ও ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে তিন বছরের সিনিয়র ম্যানেজমেন্ট পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি নিয়মকানুন, কোম্পানি আইন, শ্রম আইন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম), টোটাল প্রোডাকটিভ মেইনটেন্যান্স (টিপিএম) ও করপোরেট গভর্নেন্স সম্পর্কে জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিদ্যুৎশিল্প, এর আইনকানুন, বাজারব্যবস্থা ও এর কারিগরি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। উপস্থাপনায় পারদর্শী হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ৫০ থেকে ৬২ বছর।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল-সুবিধা এবং জ্বালানি ও চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আরও পড়ুনসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি২৭ মার্চ ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওজোপাডিকোর জব পোর্টালের এই লিংকে লগইনের পর ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অনুকূলে ডিবিবিএল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৮ থেকে ২৪ এপ্রিল ২০২৫।

আরও পড়ুননেসকোতে চাকরি, গাড়ির সঙ্গে বেতন ১ লাখ ৭৫ হাজার২৭ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ