অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ গত শনিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজন করেছে ‘ACCA Symposium–A Thought Leadership Session on BPO, GTT & Sustainability।’ দিনব্যাপী সিম্পোজিয়ামে প্রায় ২০০ সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্পনেতা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা হিসাব ও অর্থায়নে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস (জিটিটি) এবং টেকসই উন্নয়ন রিপোর্টিংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, যা পেশার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্লেষণধর্মী আলোচনা, মূল বক্তব্য উপস্থাপনা ও প্যানেল সেশন অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও নতুন সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করে। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন এফসিসিএ প্রমা তপশী খান, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ। তিনি এসিসিএর থট লিডারশিপ ও শিল্পের মূল অংশীদারদের মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সিম্পোজিয়ামের তৃতীয় ও শেষ সেশনে করপোরেট স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্তিক আহমেদ শাহ সেশনের সূচনা বক্তব্য দেন।

মূল বক্তব্য উপস্থাপন ও প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন মীর সাজেদ-উল-বাশার, প্রধান নির্বাহী, সাজেদ মির চার্টাড অ্যাকাউন্ট্যান্টস। প্যানেল আলোচনায় অংশ নেন লোপা রহমান, (ইএসজি অফিসার, আইএফসি সাউথ এশিয়া), মো.

মাহবুবুর রহমান, (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, সিটি ব্যাংক লিমিটেড এবং রাকিবুল ফাইয়াজ মো. ইকরামাহ, এফসিসিএ, ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং প্রধান ও ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন লিমিটেড এবং ভাইস চেয়ারম্যান, এসিসিএ বাংলাদেশ মেম্বার অ্যাডভাইজরি কমিটি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এস স এ

এছাড়াও পড়ুন:

‘এই মুহূর্তে নির্বাচন হলে রক্তের বন্যায় ভাসবে দেশ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখলদার সেখানে লড়াই। বর্তমানে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন করলে চরম বিশৃঙ্খলা হবে। রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না।” 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে তার ভোট প্রয়োগের সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ গত ১৫ বছর পৌনে দুই কোটি ভূয়া ভোটার তৈরি করেছে, তা বাদ দিতে হবে। অতিদ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর প্রয়োজনীয় সকল সংস্কার করে জাতীয় নির্বাচন। 

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আব্দুল হালিম, (রংপুর-দিনাজপুর) অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী।

ঢাকা/সিথুন/এস

সম্পর্কিত নিবন্ধ