থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে খাদে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে প্রাচিনবুরি প্রদেশের নাদি জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

বুয়েং কান থেকে আসা বাসটি রায়ংয়ের দিকে যাচ্ছিল। বাসের চালকসহ ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক বলে জানিয়েছে পুলিশ। রয়েল থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি বলেন, ‘ঢালু রাস্তায় ব্রেক ফেইল করায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে খাদে পড়ে যায় বলে ধারণা করছি।’

দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

এদিকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, এই ঘটনায় তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কিনি বলেছেন, “দুর্ঘটনাকবলিত যানবাহনের মানদণ্ড লঙ্ঘিত হয়ে থাকলে বা যানবাহনের বেপরোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ঢাকা উত্তর করপোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

মোনাজাতে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে দোয়া করেন গোলাম মোস্তফা। তিনি বলেন, আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, এবং পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা মুসল্লিদের সহায়তা প্রদান করছেন। 

সম্পর্কিত নিবন্ধ