থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে খাদে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে প্রাচিনবুরি প্রদেশের নাদি জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

বুয়েং কান থেকে আসা বাসটি রায়ংয়ের দিকে যাচ্ছিল। বাসের চালকসহ ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক বলে জানিয়েছে পুলিশ। রয়েল থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি বলেন, ‘ঢালু রাস্তায় ব্রেক ফেইল করায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে খাদে পড়ে যায় বলে ধারণা করছি।’

দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

এদিকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, এই ঘটনায় তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কিনি বলেছেন, “দুর্ঘটনাকবলিত যানবাহনের মানদণ্ড লঙ্ঘিত হয়ে থাকলে বা যানবাহনের বেপরোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বাংলায় ‘চট্টগ্রাম’ ও ইংরেজিতে ‘চিটাগাং’ চান বি‌শিষ্টজনরা

‘‘চট্টগ্রাম ও চিটাগাং—দুটোই ঐতিহাসিক শব্দ। এ দুটো শব্দ কখনো সাংঘর্ষিক ছিল না। বরং কোনো জনমত না নিয়ে ও ফোরাম আলোচনা না করে হঠাৎ চিটাগাং শব্দটি বাদ দেওয়া হয়েছে। তাছাড়া চিটাগাং শব্দটি বাদ দিতে কারো কোনো দাবি ছিল না। চিটাগাংয়ের যে আন্তর্জাতিক পরিচিতি ও কানেক্টিভিটি রয়েছে, সেটিও খাটো করা হয়েছে। তাই আমরা আগের মতো চট্টগ্রাম ও চিটাগাং—দুটোই চাই।’’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ আয়োজিত চট্টগ্রাম ও চিটাগাং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি ও প্রধান অতিথি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

নগরীর কাজির দেউড়ির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব হলে অনুষ্ঠিত এ সভায় মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘চিটাগাং বন্দরের ঐতিহাসিক তাৎপর্য ও আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। তাই বন্দরসহ অনেক ঐতিহাসিক স্থাপনার নামের আগে যে চিটাগাং ছিল, তা পুনরায় বহাল হউক। আমরা চট্টগ্রাম শব্দটির বিরুদ্ধে নই। তবে চাই, আগের মত বাংলায় চট্টগ্রাম ও ইংরেজিতে চিটাগাং দুটোই থাকুক।’’

সাজ্জাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারোয়ার আমিন বাবু, নজরুল গবেষক ফরিদা করিম, এএফএম বোরহান, চকবাজার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট ইউসুফ বাহার চৌধুরী, দৈনিক পূর্বকোণ লিমিটেডের অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ মারুফ, এসএম শফি, রবিউল ইসলাম, মিজানুর রহমান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের ঐতিহাসিক নথিপত্রের পাতায় পাতায় চট্টগ্রাম ও চিটাগাংয়ের জয়গান। চিটাগাং একটি আন্তর্জাতিক কানেক্টিভিটি শব্দ।

তারা আরো বলেন, আন্তর্জাতিক ফ্লাইট, শিপিং, আমদানি-রপ্তানি, ব্যাংকিং, সফটওয়ার, গুগল, ইয়াহু, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত চিটাগাং। এমনকি চিটাগাং যে দ্রুতগতিতে এগোচ্ছে, তাকে দমিয়ে রাখার জন্য এই চট্টগ্রাম ও চিটাগাং দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। এটা সফল হবে না। আমরা মনে করছি, চিটাগাং শব্দটি বাদ দিতে সরকারকে ভুল ব্যাখ্যা দিয়েছে সুশীল নামের কিছু আঁতেল উৎসাহী। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে আকুল আবেদন, আমরা চট্টগ্রাম ও চিটাগাং দুটোই চাই।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ