ভালোবাসার গান প্রকাশ করলেন সঞ্চিতা রাখি
Published: 26th, February 2025 GMT
বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি, ভালোবাসি’গানটি। সঞ্চিতার গাওয়া ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথের জনপ্রিয় এই গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল। আর চিত্রগ্রহণ, সম্পাদনা ও দৃশ্যায়ন ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। শব্দগ্রহণে ছিলেন গৌতম বসু।
গানটি নিয়ে সংগীতশিল্পী সঞ্চিতা রাখি জানান, এই গানটির চিত্রায়ন করা হয়েছে থাইল্যান্ডে। ভালোবাসা দিবস ও বসন্তের আবহকে কেন্দ্র করে এ দেশের তরুণ–তরুণীদের মধ্যে ভালোবাসার যে আকুলতা তৈরি হয় সেটিকে মাথায় রেখেই গানটি জি সিরিজ থেকে প্রকাশ করা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।
গান নিয়ে দীর্ঘ দিনের যাত্রা সঞ্চিতা রাখির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রীয় সংগীতের উপর পড়াশোনা তার। প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে এরই মধ্যে সঞ্চিতা রাখি সরকারি–বেসরকারি রেডিও–টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিতভাবে গান প্রকাশ করছেন।
রাখি বলেন, রবীন্দ্রসংগীতেযে শিক্ষা পেয়েছি গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চাই। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে আগামীতে আরও সমৃদ্ধ হতে চাই।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ফটক অবরোধের জেরে সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনাসদস্যরা ১ নম্বর ফটকের সামনে এসে অবস্থান নেন।
এর আগে দুপুরে তিন দফা দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের একাংশ। বিকেল সোয়া ৫টার দিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা।
এ সময় আহতদের তালিকার ক্যাটাগরি পুনর্বিন্যাস, সুরক্ষা আইন প্রণয়ন ও সরকারি সেবা প্রাপ্তির হটলাইন চালুর দাবি জানান তারা। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বাঁধা দেয় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো।
এ সময় উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা/এনএইচ