গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন। তিনি বলেছেন, “বিএমবিএ পুঁজিবাজারের স্বার্থ ও সুরক্ষার জন্য সব স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের মাধ্যমে কাজ করবে।” 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএমবিএর ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সবার সহযোগিতা চান মাজেদা খাতুন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিএমবিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএমবিএর এজিএমে সভাপতিত্ব করেন এর সভাপতি মাজেদা খাতুন। সভায় প্রথম সহ-সভাপতি মো.

রিয়াদ মতিন, দ্বিতীয় সহ-সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইফতেখার আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এজিএম শুরু হয়। সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

কোষাধ্যক্ষ ইফতেখার আলম আর্থিক বিবরণীর ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরবর্তীতে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। বিএমবিএর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম ২০২৪ সালের কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

পাশাপাশি, অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়। সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি উন্মুক্ত আলোচনা হয়, যেখানে সদস্যরা মতামত দেন।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এমব এ সদস য উপস থ

এছাড়াও পড়ুন:

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আসন্ন ঈদুল ফিতরের দিন দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

শনিবার (২৯ মার্চ) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

ট্রেন দেখতে গিয়ে প্রাণ গেল নানা-নাতনির

খুলল স্বপ্নের যমুনা রেল সেতুর দ্বার

ফেসবুকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ