রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা  পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন বলেন, ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এ আগুন লেগেছে।

এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাউল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

সোমবার দুপুরে সাজেকে অগ্নিকাণ্ডে কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁসহ ৯৭টি বসতঘর পুড়ে যায়। পরে এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকারও বেশি। তারা জানান, আগুনে শুধু ৩৪ কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি উৎসব করবে ওয়েস্ট ইন্ডিজ, রোমাঞ্চিত হোল্ডিং

২১ জুন ১৯৭৫।
লর্ডসের ব্যালকনির সামনে বানানো মঞ্চে ট্রফি হাতে ক্লাইভ লয়েড। ক্রিকেট–বিশ্ব সেই প্রথম দেখল কোনো বিশ্বজয়ী অধিনায়ককে। ক্রিকেটও পেল প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন—ওয়েস্ট ইন্ডিজ।
এই বছর ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি। আর সেটা ঘটা করেই উদ্‌যাপন করতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। গত সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছেন সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো।

লর্ডসে প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ৮৫ বলে ১০২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন অধিনায়ক ক্লাইভ লয়েড নিজে। হয়েছিলেন ম্যাচসেরাও। চার বছর পর সেই লর্ডসেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে লয়েডের অধীন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৫ বিশ্বকাপের ট্রফি হাতে ক্লাইভ লয়েড

সম্পর্কিত নিবন্ধ