অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেকে তদন্ত কমিটি
Published: 26th, February 2025 GMT
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন বলেন, ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এ আগুন লেগেছে।
এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাউল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে সাজেকে অগ্নিকাণ্ডে কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁসহ ৯৭টি বসতঘর পুড়ে যায়। পরে এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকারও বেশি। তারা জানান, আগুনে শুধু ৩৪ কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছেলেটি গায়ের টি-শার্ট খুলে অটোগ্রাফ দিতে বললো: ফারুক
নন্দিত অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করছেন এই অভিনেতা।
এবারের বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। একুশের বইমেলায় প্রায়ই যান এই অভিনেতা। কখনও কখনও ভক্তের মনও রক্ষা করতে হয় তাকে।
গতকাল বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তাঁর গায়ের টি-শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন ফারুক আহমেদ লিখেছেন, ‘ছেলেটি আমার অটোগ্রাফ নেওয়ার জন্য বইমেলায় তাঁর গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”
‘আমার না বলা কথা’ শিরোনামের বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। ফারুক আহমেদ বর্তমানে ব্যস্ত ঈদ নাটকের অভিনয় নিয়ে।
এছাড়াও নুহাশ হুমায়ূনের নির্দেশনায় নতুন পাঁচটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে রয়েছেন স্বাধীন খসরু ও ডা. এজাজুর রহমান।