পাকিস্তান ক্রিকেটের ‘ধ্বংস’ জেল থেকেও টের পাচ্ছেন ইমরান
Published: 26th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
এর আগে ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলতে পারেনি দলটি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে বিদায় নিতে হয় পাকিস্তানের।
ধারাবাহিক পাকিস্তান ক্রিকেটের এমন অধঃপতনে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ-এর (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জেলে বসেও পাকিস্তান ক্রিকেটের ধ্বংস টের পাচ্ছেন। এজন্য পিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন তিনি।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত ইমরান খান টিভিতে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন। মঙ্গলবার জেল গেটের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান ইমরানের বোন আলিমা খান। তার ভাষ্যে, ইমরান খান বলেছেন, ‘পাকিস্তন ক্রিকেটের সর্বত্র পছন্দের ব্যক্তি বসানো হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এভাবে চললে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’
আলিমার ভাষ্যে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে, উনি ক্রিকেট সম্পর্কে কতটা অভিজ্ঞ।’ পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম জানান, পাকিস্তানের খেলা দেখে ইমরান খান দুঃখ পেয়েছেন। সালমান বলেন, ‘ক’বছরের মধ্যেই পাকিস্তানে ক্রিকেটটাকে তামাশায় পরিণত হয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইমর ন খ ন ইমর ন খ ন
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে সদর ও খোকসা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশাররফ হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত রাতে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
আরো পড়ুন:
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
নিহতরা হলেন- রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। আহত যুবকের নাম তানভীর গণি (২৩)।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।
ঢাকা/কাঞ্চন/রাজীব