সিলেটে ছাগল কিনতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে সিলেটের মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর পীরেরগাঁও গ্রামের একটি ঝোপে পাওয়া গেছে তাঁর মরদেহ।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম সমর আলী (৬৫)। তিনি সিলেটের মোগলগাঁও ইউনিয়নের লালখা গ্রামের বাসিন্দা। তিনি ছাগল কেনাবেচা করতেন। নিহত সমর আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সমর আলীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সমর আলী বাড়ি থেকে ছাগল কেনার কথা বলে সঙ্গে ৩৫ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। তবে কোন এলাকায় যাচ্ছেন, সেটি বলে যাননি। তিনি সঙ্গে মুঠোফোনও নিয়ে যাননি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ আরও জানায়, পীরেরগাঁও গ্রামের মসজিদে গতকাল সন্ধ্যায় তিনি নামাজ পড়েছিলেন। সে সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখাও হয়েছিল। সে সময় তিনি ছাগল কেনার কথাও বলেছিলেন। আজ বেলা একটার দিকে স্থানীয় লোকজন ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিলেটের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে প্রথম আলোকে বলেন, নিহত ব্যবসায়ীর পিঠে ছুরিকাঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির কথা বলে তাঁকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। পরে মরদেহ গুম করার জন্য লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী তাঁর সঙ্গে থাকা টাকা পাওয়া যায়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য় মরদ হ

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে ২ তীর্থযাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে তীর্থ যাত্রার সময় পাহাড়ে উঠতে গিয়ে হিট স্ট্রোকে দুই পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিবচতুর্দশীতে তীর্থ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান।

ওসি মো. মজিবর রহমান জানান, চন্দ্রনাথধামে তীর্থ যাত্রায় বহু পূণ্যার্থী পাহাড়ের চূড়ায় মন্দিরে আরোহণ করছিলেন। দুপুরে তীব্র রোদের মধ্যে পাহাড়ে ওঠার সময় দুই পূণ্যার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ