ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আলাপ-আলোচনার মধ্যে প্রশাসন বলছে, এ বিষয়ে গঠন করা তিন কমিটির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। 

সব প্রস্তুতি সম্পন্ন করার আগে ডাকসু নির্বাচন নিয়ে আগাম তারিখ ঘোষণার সুযোগ নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জনসংযোগ দপ্তর বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জনের বিষয়ে দায়িত্ব দেওয়া তিনটি কমিটি নিরলসভাবে কাজ করছে। এসব কমিটি প্রতিনিয়ত ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সব অংশীজনের মতামত নিচ্ছে। তারা কয়েক দফা বৈঠক করে লিখিত মতামতও নিয়েছে।

আরো পড়ুন:

ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

দেশে ক্ষমতার পালাবদলের মধ্যে ক্যাম্পাস ছাড়া হওয়ার পর নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। এই সংগঠন বাদে অন্যান্য ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছে, মাঝেমধ্যে শোরগোলও শোনা যাচ্ছে। কয়েকটি সংগঠন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন দেওয়ার দাবি তুলেছে। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ না দিয়ে আগে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কমিটি করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য বলেছিল, ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তুতি চূড়ান্ত করতে তারা এখন কমিটির সুপারিশের দিকে তাকিয়ে আছে।

তিন কমিটির মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনে পরামর্শ দিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। তারা কাজ করছে। 

ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আহ্বায়ক কমিটিকে।

আর ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পড়েছে আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হকের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির ওপর। 

ডাকসুর যত নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পার করেছে। এই পুরো সময়ে সেখানে ৩৭ বার ছাত্র সংসদের ভোট হয়েছে। ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে ২৯ বার আর স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র আটবার নির্বাচন হয়েছে। সবশেষ ভোট আয়োজন করা হয় ২০১৯ সালে। তাতে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের মাধ্যমে গঠিত ছাত্র সংসদের মনোনয়নে পাঁচজন শিক্ষার্থী-প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তারা পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের সমস্যা ও সুযোগের বিষয়গুলো উত্থাপন করেন সিনেটে। এখন সংকট এখানেই। নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় সিনেটে থাকছেন না শিক্ষার্থী প্রতিনিধি।

ঢাকা/সৌরভ/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কম ট র স গঠন

এছাড়াও পড়ুন:

পোশাক খাতে করপোরেট করহার অপরিবর্তিত রাখার সুপারিশ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ও গ্যাসের দাম বাড়ার কারণে রপ্তানিমুখী শিল্প খাত ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে তৈরি পোশাক খাতে বিদ্যমান করপোরেট কর অপরিবর্তিত রাখার সুপারিশ করেছেন এ খাতের উদ্যোক্তারা।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ সুপারিশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। আলোচনা সভায় স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার (পুনঃব্যবহারযোগ্য সুতা) উৎপাদনে ভ্যাট অব্যাহতি চেয়েছে বিজিএমইএ। বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়ন করার প্রস্তাব দিয়েছে বিকেএমইএ। বর্তমানে পোশাক খাতে ১২ শতাংশ করপোরেট কর দিতে হয়। তবে সবুজ কারখানা হলে দিতে হয় ১০ শতাংশ। আইএমএফের শর্তে রাজস্ব আদায় বাড়াতে আগামী বাজেটে এ করহার বাড়াতে চায় এনবিআর। তবে উদ্যোক্তাদের দাবি, বর্তমান ক্রান্তিকালে করপোরেট কর বাড়ানো হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের

মধ্যে আস্থার ঘাটতি দেখা দিতে পারে।
বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এনামুল হক বলেন, সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ব্যবসায়ীরা বিপদে আছেন। এর মধ্যে পোশাকশিল্পে করপোরেট করহার বাড়লে স্থানীয় ও বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আস্থা হারাবেন।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সোলার সিস্টেমের ওপর কর মওকুফ প্রয়োজন। সরকার শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে। তাই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন করতে চান উদ্যোক্তারা। সোলারে কোনো কিছু না রেখে সম্পূর্ণ ফ্রি করা উচিত। তা হলে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন। এতে খরচ কমে আসবে। তিনি বলেন, ব্যবসায়ীরা বিশ্বাস করেন, বর্তমান করনীতি কোনোভাবেই বিনিয়োগ বা ব্যবসার সহায়ক নয়। পোশাক কারখানার জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি ও বিভিন্ন অগ্নিনিরাপত্তা সরঞ্জামা পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির ওপর কর রেয়াত করার প্রস্তাব করেন তিনি।

সভায় বস্ত্রকল খাতের সংগঠন বিটিএমএ স্থানীয় উৎপাদন খরচ ও বিশ্ব বাজার মূল্য বিবেচনায় নিয়ে ফেব্রিকের ট্যারিফ ভ্যালু নির্ধারণ এবং আগের মতো বিটিএমএ থেকে প্রত্যয়নপত্র নিয়ে বন্ড ছাড়া পণ্য খালাসের ব্যবস্থা করার প্রস্তাব দেয়। এ ছাড়া রিসাইকেল ফাইবার উৎপাদনের কাঁচামাল হিসেবে পোশাকশিল্পের ঝুট স্থানীয়ভাবে সংগ্রহের জন্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে এবং উৎপাদিত পণ্য স্থানীয়ভাবে সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে সরবরাহের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি চেয়েছে সংগঠনটি।
এসএমই ফাউন্ডেশনের প্রস্তাবে রয়েছে– নতুন এসএমইদের জন্য ১০ বছর পর্যন্ত টার্নওভারের ওপর ন্যূনতম করারোপ না করা, উৎপাদনকারীদের শতভাগ রপ্তানিমুখী শিল্পে স্থানীয় মুদ্রায় সরাসরি উপকরণ সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি, চামড়া ও চামড়াজাত পণ্য এবং গার্মেন্ট অ্যাকসেসরিজ শিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা চেয়েছে প্রতিষ্ঠানটি।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এবার ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন করা হবে। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কর সুবিধা নিচ্ছেন। তারা তার ধারাবাহিকতা চাচ্ছেন। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত করহারের চেয়ে কার্যকরী কর অনেক বেশি। এগুলোকে যত সম্ভব সহজ করা হবে। তিনি বলেন, বর্তমানে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ১ শতাংশ। করহার কমানোর বিষয়ে সবার কথা শুনতে গেলে অনুপাত কমে ৫ শতাংশে নামবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার
  • দখলদারদের ছাড় দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক 
  • ছয় মাসে কী অর্থনৈতিক সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
  • ১ মে থেকে দেশজুড়ে ডিম-মুরগির খামার বন্ধের ঘোষণা
  • অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্তি নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব
  • রাকসুর গঠনতন্ত্র অনুমোদন করে নির্বাচন কমিশন গঠন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন
  • রাকসু নির্বাচন কমিশন গঠন, গঠনতন্ত্র অনুমোদন  
  • পোশাক খাতে করপোরেট করহার অপরিবর্তিত রাখার সুপারিশ
  • শহরে তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা