জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Published: 26th, February 2025 GMT
জামালপুরের মেলান্দহে ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেপ্তার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছেলেটি গায়ের টি শার্ট খুলে অটোগ্রাফ দিতে বললো: ফারুক আহমেদ
নন্দিত অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করছেন এই অভিনেতা।
এবারের বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে তাঁর লেখা গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। একুশের বইমেলায় প্রায়ই যান এই অভিনেতা। কখনও কখনও ভক্তের মনও রক্ষা করতে হয় তাকে। গতকাল বইমেলায় অটোগ্রাফের জন্য এক ভক্ত তাঁর গায়ের শার্ট খুলে দেন। বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন তিনি লিখেন, “ছেলেটি আমার অটোগ্রাফ নেয়ার জন্য বইমেলায় তাঁর গায়ের টি-শার্ট খুলে তাতে অটোগ্রাফ দিতে বলে। হায়রে! পাগল ভক্ত!”
‘আমার না বলা কথা’ শিরোনামের বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। ফারুক আহমেদ বর্তমানে ব্যস্ত ঈদ নাটকের অভিনয় নিয়ে। এছাড়াও নুহাশ হুমায়ূনের নির্দেশনায় নতুন পাঁচটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে রয়েছেন স্বাধীন খসরু ও ড.এজাজ।