জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Published: 26th, February 2025 GMT
জামালপুরের মেলান্দহে ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা থেকে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেপ্তার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এল ক্লাসিকো জিতে চ্যাম্পিয়ন বার্সা
আঙুল নাড়িয়ে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর 'না, না'। ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির ইঙ্গিত- 'বলেছিলাম না ছিনতাই হয়ে যাবে শিরোপা'। শেষ পর্যন্ত 'ছিনতাই' গ্লানি নিয়ে কোপা দেল রে' ফাইনাল জিততে হয়নি বার্সার।
১২০ মিনিট লড়াই করে ৩-২ ব্যবধানে লম ব্লাঙ্কোসদের হারিয়ে কোপা দেল রে'র চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা।
সেভিয়ার মাঠে দুর্দান্ত এক লড়াই-ই দেখা গেছে। ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় হানসি ফ্লিকের দল বার্সা। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।