প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই
Published: 26th, February 2025 GMT
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা বলেন, চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আসলে বাসের গতি কমে যায়। সেখান থেকে সাত-আট জনের একটি গ্রুপ বাসে ওঠেন। তারা এসে আমাকে টার্গেট করেন। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে সবাই দ্রুত নেমে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, আইনজীবীর চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
নাটোরের লালপুরে আইনজীবী সাধন কুমার দাসের (৪২) বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হামলায় আহত হয়েছেন পরিবারের তিন সদস্য। বুধবার রাত ১২টার পর লালপুর সদর ইউনিয়নের চকবাদেকুলপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।
ডাকাতরা বাড়ির পেছনের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে সাধন কুমার দাসের ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং রিপনের স্ত্রী সুমী রানীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতদের বাধা দিতে গেলে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় এবং লুট করা হয় প্রায় তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার।
আহতদের মধ্যে সাধন কুমার দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদের হাতে ছিল রাম দা, চায়নিজ কুড়াল এবং হাঁসুয়া। তারা পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে, এরপর টাকা ও স্বর্ণালঙ্কার দিতে অস্বীকৃতি জানালে কুপিয়ে জখম করে।
লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান জানান, রাতে খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।