রানের সঙ্গে নাজমুল হোসেনের বৈরী সম্পর্ক অনেক দিনের। বিপিএলে জাতীয় দলের অধিনায়ক হয়েও ফরচুন বরিশালের দল থেকে বাদ পড়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেও ব্যর্থ, আউট হন শূন্য রানে। সেই খরা কাটে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।

নিউজিল্যান্ড ম্যাচে ১১০ বলে ৭৭ রানের টিপিকাল ওয়ানডে ইনিংসে খেলেন নাজমুল। ৭৭ রান করার পরও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত সপ্তাহে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নাজমুলের অবস্থান ছিল ২৫ নম্বরে। যেখানে দুই ধাপ সরে নাজমুলের এখন অবস্থান ২৭ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ৪০–এর বাইরে চলে গেছেন মুশফিক। মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনি পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।

ব্রেসওয়েল ৩১ ধাপ এগিয়েছেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ