র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবাহী বাসের গতি রোধ করে দুই প্রবাসীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরা থানার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হক ওরফে স্বপন (৪৫)। তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১–এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

মেজর অনাবিল ইমাম বলেন, ১৪ জানুয়ারি আবু হানিফ ও রাজীব ভূঁইয়া নামের দুজন দুবাইপ্রবাসী বন্দর থেকে একটি বাসে করে কুমিল্লায় যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালায় পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ডাকাতেরা ওই বাসের গতি রোধ করে। তারা ওই দুজনকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। তাঁদের হাত পা বেঁধে মারধর করে ২১ লাখ ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন, তিনটি পাসপোর্ট, জামাকাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এরপর ৩–৪ ঘণ্টা ঘুরিয়ে সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে দুজনকে রেখে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, র‍্যাব পরিচয় দিয়ে তাঁদের তুলে নিয়ে মারধর করে টাকা ও মালপত্র লুট করা হয়েছে।  

মেজর অনাবিল ইমাম আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আবদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই চক্রের আরেক সদস্য বশির আহমেদকে (৫২) ৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আবদুল হকের বিরুদ্ধে পল্টন থানায় একটি পর্নোগ্রাফি ও কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

জিয়া সৈনিক দলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লা ভাই ভাই টাওয়ার অফিসে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা সৈনিক দল নেতা মনির হোসেন মনিরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি এম সুমন মুন্সী, জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (মিন্টু প্রধান) সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম হোসেন, জিয়া সৈনিক দল নেতা জাকির, ফেরদাউস বিজয়, ওমর ফারুক জয়, সানাউল্লাহ, মিজান, কবির, বাদল, রবিউল ইসলাম, টুটুল, খোনকসহ অনেকে।#

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ক্রেতাদের উপচে পড়া ভিড়
  • শহীদ সুমাইয়ার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার দিলো মামুন মাহমুদ
  • নাসিক ১ নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
  • রাজনৈতিক নেতৃবৃন্দে সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার 
  • পোশাকশ্রমিকদের ঈদভাবনা: নেওয়ার চেয়ে পরিবারকে দিতে পারাই বেশি আনন্দের
  • স্বাধীনতা দিবসে মিতালী মার্কেট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা
  • তারা আওয়ামীলীগের উপরে ভর করে দল ভারি করতে চায় : আজাদ 
  • ‘বিএনপিতে সংস্কারপস্থিদের স্থান হবে না’ 
  • সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেল ২'শ ৫০ পরিবার
  • জিয়া সৈনিক দলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল