রাজশাহীতে ডাকাত, ছিনতাই চক্রের সদস্যসহ ১১ জন আটক
Published: 26th, February 2025 GMT
রাজশাহীতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অভিযোগে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আজ বুধবার রাজশাহী র্যাব অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডাকাতির অভিযোগের আটক ব্যক্তিরা হলেন রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার হোসনিগঞ্জ এলাকার মো.
র্যাব জানিয়েছে, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে চন্দ্রিমা থানার আসাম কলোনির মো. শান্ত ইসলাম (২২), বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মো. জিসান হোসেন (২৩), মতিহার থানার কাজলা এলাকার মো. মাইন হোসেন ওরফে আলিফ (১৯), চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মো. শাকিল খান (২৩), বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মো. নাইম ইসলাম (২৫), একই এলাকার মো. শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকার মো. আকাশ হোসেন (২৩), চারঘাট থানার চকমোক্তারপুর গ্রামের মো. সোহাগ আলীকে (২৮) আটক করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং দলের অন্যতম সক্রিয় সদস্য কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকার মো. জীবন ইসলামকে (১৬) আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ও র্যাব সদর দপ্তরের নির্দেশনায় দেশজুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ রোধে র্যাব-৫–এর অধীন রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ স্থানে দিনে-রাতে রোবাস্ট প্যাট্রল ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি স্থাপন, ঢাকা–রাজশাহী হাইওয়েতে যানবাহনে তল্লাশিসহ ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে ধরতে র্যাব-৫–এর কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে অভিযান চালিয়ে এই ১১ জনকে আটক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত হিসেবে ৪টি মুঠোফোন, ৪টি মানিব্যাগ, নগদ ১ হাজার ৬৪৫ টাকা, ১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রসিদ বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, আবদুল আউয়াল ও তাঁর সহযোগী সম্রাটের নামে আগে থেকে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে। ছিনতাই ও চাঁদাবাজ প্রত্যেকের নামেই একাধিক মাদক, ছিনতাই ও চুরির মামলা আছে। তাঁরা রাজশাহী নগরে নামধারী ছিনতাইকারী ও রাজশাহী মহানগর পুলিশের তালিকাভুক্ত। জীবন ইসলাম এলাকার কথিত কিশোর গ্যাং লিডার নামে পরিচিত। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে র্যাব-৫–এর এই অভিযান চলমান থাকবে।
আটক সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া আজ তাঁদের বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম
বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে যমুনা সেতু এবং কর্ণফুলী টানেল নাম করেছে সরকার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেতু বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
যমুনা নদীর ওপর ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
ঢাকা/আসাদ/এনএইচ