নিজ বাড়িতে ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্য রকিবুলের লাশ
Published: 26th, February 2025 GMT
কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম (২৫) নামে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য এবং ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য রকিবুল ইসলাম সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে আবার রুমে প্রবেশ করেন। তিনি ভেতর থেকে দরজা আটকে দিয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের জেরে রকিবুলের স্ত্রী বাবার বাড়িতে রয়েছেন। এছাড়া রকিবুল আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে পড়েন বলে ধারণা করছেন তার স্বজনদের কেউ কেউ।
ওসি মোমিনুল ইসলাম বলেন, পুলিশ রকিবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর কাজ করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ল শ সদস য ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ছাত্রত্ব বাতিল, শাস্তির আওতায় ৪৮ জন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখার সভাপতি-সম্পাদকসহ চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুইজন শিক্ষার্থীকে চার সেমিস্টারের জন্য বহিষ্কারসহ মোট ৪৮ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
আজীবন বহিষ্কৃতরা হলেন—নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ফাহমিদ লতিফ লিয়ন, শাখার সাধারণ সম্পাদক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর ও পুরকৌশল বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কারণে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, ২০২৪ সালের ১৯ আগস্ট রুয়েটের হলে অভিযানের প্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে আবাসিক হলের বিভিন্ন কক্ষে অস্ত্র, মাদকসহ নিষিদ্ধ দ্রব্যাদি রাখার দায়ে ৪২ জনের আবাসিকতা বাতিল করা হয়েছে।
এই বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এসব অভিযোগ যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন। এজন্য ৪ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ২ জনকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া, ৪২ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।