ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
Published: 26th, February 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় ইমন আলী (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন সদর উপজেলার শাহজাহানপুর মুন্সীপাড়ার আব্দুল জাব্বারে ছেলে ও চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ‘‘সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল ইমন। চরবাগডাঙ্গা গোঠাপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিত থেকে আসা একটি ট্রাক্টর ইমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শিয়াম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪১ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল
পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও বিজয় দিবস এবং ঈদুল-ফিতর উপলক্ষে আগামী শনিবার (১ মার্চ) থেকে ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
ছুটি চলাকালীন সময়ে ক্লাস বন্ধ থাকলেও কোন বিভাগ চাইলে অফিস খোলার দিনগুলোতে পরীক্ষা নিতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস এবং ঈদুল-ফিতর উপলক্ষে আগামী ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৬ মার্চ হতে ৭ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে বন্ধ চলাকালে চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট- এ জরুরি সেবাগুলো চালু থাকবে।
এতে আরো বলা হয়েছে, ছুটি চলাকালে পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ছুটি শেষে আগামী ৮ এপ্রিল অফিস খোলার দিন সব বিভাগ, অফিস প্রধানকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বা অনুপস্থিতির প্রতিবেদন বেলা ১২টার মধ্যে রেজিস্ট্রারের অফিসে প্রেরণ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের আবাসিক আটটি হল খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক ড. এবিএম জাকির হোসেন।
ঢাকা/তানিম/মেহেদী