সপ্তাহব্যাপী ‘ব্যাংক কার্ড আয়োজন’ মেলা শুরু আজ
Published: 26th, February 2025 GMT
‘কার্ডনির্ভর নিরাপদ লেনদেনে, জীবন হোক ঝামেলাহীন ও সহজ’—স্লোগানে আজ বুধবার থেকে ‘ব্যাংক কার্ড আয়োজন ২০২৫’ শীর্ষক মেলা শুরু হয়েছে। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। দেশের ব্যাংকগুলোর প্রচলিত বিভিন্ন ধরনের কার্ডের ব্যবহার জীবনে আনে স্বস্তি এবং লেনদেন হয় নিশ্চিন্ত ও ঝামেলাহীন। তাই কার্ডনির্ভর লেনদেনে সবাইকে উদ্বুদ্ধ করতে প্রথম আলো ডটকম দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে।
এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ণ ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও সাউথইস্ট ব্যাংক। এই আয়োজনে রয়েছে ব্যাংকগুলোর কার্ড–সংক্রান্ত খোঁজখবর, কার্ড ব্যবহারে সতর্কতা ও নিরাপদ লেনদেনে করণীয় বিষয়ে পরামর্শ, ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার, ব্যাংক কার্ডের আদ্যোপান্ত নিয়ে প্রয়োজনীয় ফিচার ও টক শো। এ ছাড়াও থাকছে নানা ধরনের কার্ডের আকর্ষণীয় সব সুবিধা ও ছাড়ের খোঁজখবর। এ মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে bankcardayojon.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে উল্টে যাওয়া রডবাহী ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ভোর ৪টার দিকে একটি রডবাহী ট্রাক উল্টে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘‘একটি রডবাহী ট্রাক উল্টে রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এর ফলে, কিছু সময় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার দিকে উল্টে পড়া ট্রাক ও সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’’
ঢাকা/রতন/রাজীব