আদিনাথ মন্দিরে তীর্থযাত্রীদের ঢল, জমে উঠেছে মেলা
Published: 26th, February 2025 GMT
কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শিব চতুর্দশী মেলা। ঐতিহ্যবাহী এই মেলা ঘিরে মন্দিরের আশপাশের এলাকাজুড়ে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে কয়েক শ দোকানপাট। আজ বুধবার সকাল থেকে সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়েছে।
এদিকে শিব চতুর্দশী তিথি উপলক্ষে আদিনাথ মন্দিরে তীর্থযাত্রীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে থেকে তীর্থযাত্রীরা সেখানে ভিড় করেছেন। আজ বেলা ১১টা পর্যন্ত অন্তত ৫০ হাজার তীর্থযাত্রীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে সাগরের বুকে মহেশখালী দ্বীপ। দ্বীপের গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে সাগরের পাশে একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির। বেলা ১১টার দিকে মন্দির এলাকায় গিয়ে দেখা যায়, মন্দিরে ওঠার সিঁড়িতে অসংখ্য মানুষের ভিড়। সারি বেঁধে ওপরে ওঠার চেষ্টা করছেন তাঁরা। ভিড় ঠেলে ওপরে ওঠার পর মন্দিরের পুকুরে স্নান করছেন পুণ্যার্থীরা। পরে মৃত পূর্বপুরুষের আত্মার সন্তুষ্টির জন্য তর্পণ শেষে মন্দিরে শিবদর্শন করছেন। পাহাড়ের চূড়ায় মন্দিরের পাশে সারবদ্ধভাবে সাধু-সন্ন্যাসীদের বসে থাকতে দেখা যায়। তীর্থযাত্রীসহ মেলায় আসা লোকজনের নিরাপত্তায় মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। দুটি ড্রোন ক্যামেরা দিয়েও চারপাশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
সরেজমিনে কয়েকজন তীর্থযাত্রীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, যাঁরা সড়কপথে আদিনাথ মন্দিরে এসেছেন, তাঁদের যাত্রাপথে তেমন সমস্যা হয়নি। তবে নৌপথে যাঁরা এসেছেন, তাঁদের প্রায় সবাইকে ভিড়ের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে।
সপ্তাহব্যাপী মেলা উপলক্ষে বসেছে দোকানপাট। আজ সকালে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৪ নং ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পীরসাহেব চরমোনাইর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২টায় শহরের দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচএম রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মো. তাজউদ্দীন, অর্থ সম্পাদক হুসাইন মো. আল আমিন, প্রচার সম্পাদক মুয়াম্মার হাসান অপু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পীরসাহেব চরমোনাই সবসময় মানবতার সেবায় কাজ করে আসছেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে এবারও ঈদ উপলক্ষে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল মুরগী, চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইসলামী যুব আন্দোলন শুধু ঈদের সময় নয়, বরং সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতেও পীরসাহেব চরমোনাইর নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে নেওয়ার পরিকল্পনা রয়েছে।