ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ভারত কল। ব্যক্তিগত জীবনে নানারকম চড়াই-উতরাই পেরিয়েছেন। তার প্রথম স্ত্রী অনুশ্রী দাসের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। এরপর মুম্বাইয়ে বসবাসকারী বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের প্রেমে পড়েন ভারত। দীর্ঘদিন লিভ-ইন করেছেন তারা। তবে সে প্রেমও ভেঙে যায়।

সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার অনেক বছর পর অভিনেত্রী জয়শ্রী মুখার্জিকে বিয়ে করেন ভারত কল। এ অভিনেতার চেয়ে ১৮ বছরের ছোট এই অভিনেত্রী। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম আরিয়া।

ভারত ক্যানসারে আক্রান্ত। এ তথ্য জেনেও ভারতকে বিয়ে করেন জয়শ্রী। ফলে অনেকে ভারতকে স্বার্থপর বলেছেন। আবার অনেকে জয়শ্রীকে ‘লোভী’ তকমাও দিয়েছেন। কারণ ভারতের অর্থের লোভে তাকে বিয়ে করেছেন। এ নিয়ে এখনো সমালোচনা বিদ্যমান টলিপাড়ায়।

আরো পড়ুন:

সাবুদিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যাই: পরাণ বন্দ্যোপাধ্যায়

নব্বইয়ের শেষে যারা জন্মেছে, তারা ‘খিচুড়ি’ ভাষার মধ্যে বড় হয়েছে: পরমব্রত

মানুষের এমন ভাবনা-চিন্তায় ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ জয়শ্রী। দ্য ওয়ালকে এ অভিনেত্রী বলেন, “ভারতকে যখন বিয়ে করার কথা জানাই, তখন আত্মীয়দের অনেকেই বলেছিল— আমি নাকি টাকার জন্য বিয়ে করছি! আরে আমার বাবা-মা কি ভিখারি ছিল? হ্যাঁ, হয়তো ভারতের মতো এতটাও সচ্ছলতা ছিল না। তবে আমাদেরও নিজস্ব গাড়ি, ফ্ল্যাট ছিল।”

ভারত এখন ক্যানসার মুক্ত। তবে হার্টের অসুখেও ভুগছেন, তার হৃদযন্ত্রে দুটো রিং পরানো হয়েছে। মানুষের এসব মন্তব্য ভারতকেও আহত করে।

তবে সবকিছু ছাপিয়ে কন্যা আরিয়াকে নিয়েই বেশি চিন্তা ভারতের। কারণ স্ত্রী জয়শ্রীকে ‘ফাইটার’ হিসেবে বিশ্বাস করেন। ভারত বলেন, “আমার দুরারোগ্য ক্যানসার হয়েছিল। ফলে নিজের জীবন নিয়ে খুব একটা চিন্তিত নই। হয়ত আরিয়ার বড়বেলাটা দেখে যেতে পারব না। ওর জীবনে যাতে কোনোকিছুর অভাব না থাকে, সে বিষয়টি নিশ্চিত করে যাব।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ভ রতক

এছাড়াও পড়ুন:

সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ফের ছিনতাই, স্বর্ণালঙ্কার লুট

ঢাকার সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা সংলগ্ন ব্রিজের উপর ঢাকামুখী সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৭০৬) একটি যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ সময় বাসটিতে থাকা তায়েফুর রহমান নামে সাভারের স্থানীয় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও ছিনতাইয়ের শিকার হয়েছেন।

সাংবাদিক তায়েফুর রহমান মুঠোফোনে বলেন, “দুপুর ১২টার দিকে শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী ও বাচ্চাকে সাথে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি আমরা। ব্যাংক টাউন পার হয়ে পুলিশ টাউনের আগের ব্রিজের উপর বাসটি উঠতেই বাসে আগে থেকেই অবস্থান করা ৩ থেকে ৪ জন যুবক ছুরি হাতে নারী যাত্রীদের কাছে থাকা চেইন, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।”

তিনি বলেন, “বাসে প্রায় ২০/২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো ফোন/ডিভাইস নেয়নি। শুধুমাত্র নারী যাত্রীদের টার্গেট করে তারা। ছিনতাইকারীরা বাসে থাকা অন্তত ৩ জন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়েছে।

তায়েফুর রহমান আরও জানান,পরবর্তীতে বাসটি গাবতলীতে আসার পর যাত্রীরা বাসের চালককে একটি কাউন্টারে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে তিনি সেখান থেকে চলে যান।

যদিও ছিনতাইকারীরা ঠিক কোন জায়গা থেকে বাসটিতে উঠেছিল সেটি নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। তবে ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা বাসটিকে ব্রিজের উপর দাঁড় করিয়ে ছিনতাই শেষে ওই ব্রিজের ওপরই নেমে যায় বলে জানিয়েছেন তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “এমন কোনো সংবাদ আমি এখনও পাইনি। সেখানে তো আমাদেরও অলরেডি একটি চেকপোস্ট রয়েছে। বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি।”

উল্লেখ্য, সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে ব্যাংক টাউন এলাকাসহ ছিনতাইপ্রবণ যেসব এলাকা রয়েছে সেসব স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ৫ এপ্রিল থেকে পুলিশের পক্ষ থেকে এমন কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

পরবর্তীতে সাভারের ব্যাংক টাউনসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেসব এলাকায় অবস্থান নিয়ে সড়কে চলাচলরত বিভিন্ন যাত্রীবাহী বাস, বিশেষ করে লোকাল বাসগুলো থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একাধিক টিম।

এ সময় বাসে উঠে যাত্রীদের কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, সন্দেহজনক কিছু দেখছেন কিনা সেটি জিজ্ঞাসার পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দিতে দেখা যায় পুলিশ কর্মকর্তাদের।

পুলিশের চলমান এই চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রমের মধ্যেই আবারও আজ চলন্ত বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটলো।

ঢাকা/সাব্বির/টিপু 

সম্পর্কিত নিবন্ধ