দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্য সচিব বলেছেন, “রমজান মাসে ভোক্তাদের স্বস্তিতে রাখতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন আমাদের অগ্রাধিকার।” 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি। 

মাহবুবুর রহমান বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেওয়ার পর এটাই কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সভা। 

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড.

মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) ড. নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতির আদেশ জারি করে। তিনি ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের সদস্য। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুবুর রহমান।

ঢাকা/হাসনাত/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি: শঙ্কাই সত্যি হচ্ছে, নাকি ‘ডেভিলরা’ সক্রিয়

জুলাই–আগস্ট আন্দোলনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটা ভেঙে পড়েছিল। সেখান থেকে একটু একটু করে পরিস্থিতি উন্নতির দিকে গেলেও সম্প্রতি আবারও আইনশৃঙ্খলার অবনতি চরমভাবে লক্ষণীয়। সবচেয়ে বেশি খারাপ অবস্থান রাজধানী ঢাকায়। প্রতিমুহূর্তে আতঙ্কে আছেন রাজধানীবাসী। বাইরে কিংবা ঘরে কোথাও নিরাপদবোধ করেছেন না বাসিন্দারা। রাস্তায় ছিনতাই, বাসে ডাকাতি, ধর্ষণ, বাসায় ডাকাতি, গুলি—এমন ঘটনা পত্রিকার পাতার নিত্যদিনের খবর।

জনগণের প্রশ্ন—কেন এমন হচ্ছে? আন্দোলনের মধ্য দিয়ে গড়া সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? পুলিশকে কেন এখনো সক্রিয় করতে পারছে না সরকার? কারা ভয়ের সংস্কৃতি তৈরি করছে? শীর্ষ সন্ত্রাসীদের কেন মুক্তি দেওয়া হলো? স্বরাষ্ট্র উপদেষ্টা করছেনই–বা কী? ‘ডেভিল হান্ট’ অভিযানে কী হচ্ছে?—এমন নানা প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু উত্তর পাচ্ছেন না কেউই।

সব প্রশ্নের উত্তর দেওয়া বা পাওয়া সহজ নয়, কিন্তু ধারণা পাওয়া যায় অনেক কিছু। সম্প্রতি রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে ৪টি গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর দিবাগত রাত তিনটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলন করেন। বেশ কিছুদিন হলো তাঁর পদত্যাগের আলাপ তুলেছেন ছাত্রসমাজ থেকে শুরু সর্বস্তরের মানুষ। সংবাদ সম্মেলনে তাঁকে এ বিষয়ে অবগত করেনও সাংবাদিকেরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার। যেভাবে হোক, এটা প্রতিহত করা হবে।

৫ আগস্টের পর অর্ধডজন শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই সন্ত্রাসীরা আগে জেলে বসেই তাদের কার্যক্রম চালিয়েছে। জেলে বসেই যখন তারা অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাহলে এখন মুক্ত বাতাসে তাদের কার্যক্রম কেমন হতে পারে! বিশেষজ্ঞরা তাদের মুক্তির পরই শঙ্কা প্রকাশ করেছিলেন। রাজধানীর অপরাধজগৎ আরও তৎপর হবে বলে অনেকেই বলেছেন। সেটি দিন যত যাচ্ছে, তা প্রকট হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর কোথাও কোনো অপরাধ যেন না ঘটে, তাঁরা সে ব্যবস্থা নেবেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আদৌ স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারিতে কাজ হবে কি না বা রাজধানীবাসীর ভয়ের পরিবেশ কাটবে কি না, তা সময়ই বলে দেবে। তবে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করেছে—স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য উড়িয়ে দেওয়া যায় না। আওয়ামী লীগের পলাতক অনেক নেতার অডিও বা ভিডিও বক্তব্য থেকেও এ কথা স্পষ্ট। একটি অডিওতে এক নেতাকে বলতে শোনা গেছে, ‘আমাদের লোকেরা ঢাকায় শান্তিতে দিনের বেলায় চলতে না পারলে আমরাও ঢাকার কাউকে শান্তিতে ঘুমাতে দেব না।’

তবে যে–ই এসব কাজ করুক না কেন, এটি নিয়ন্ত্রণের কাজ তো স্বরাষ্ট্র দপ্তরের। কিন্তু তারা সেটা করতে পারছে না; এটি স্পষ্ট।

৫ আগস্টের পর অর্ধডজন শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই সন্ত্রাসীরা আগে জেলে বসেই তাদের কার্যক্রম চালিয়েছে। জেলে বসেই যখন তারা অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাহলে এখন মুক্ত বাতাসে তাদের কার্যক্রম কেমন হতে পারে! বিশেষজ্ঞরা তাদের মুক্তির পরই শঙ্কা প্রকাশ করেছিলেন। রাজধানীর অপরাধজগৎ আরও তৎপর হবে বলে অনেকেই বলেছেন। সেটি দিন যত যাচ্ছে, তা প্রকট হচ্ছে।

আরও পড়ুনছিনতাইকারী হলেই কি পিটিয়ে মারা যাবে৩ ঘণ্টা আগে

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় ‘কিলার আব্বাস’ হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন। এ ছাড়া ঢাকার অপরাধজগতের আরও দুই নাম খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসুও কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁরা ইতিমধ্যে পুরো শহরে ত্রাস সৃষ্টি করছেন। আধিপত্য বিস্তার, ছিনতাই, খুন, চাঁদাবাজিতে যিনি যাঁকে পারছেন ছাড়িয়ে যাচ্ছেন। তৈরি করছেন নতুন গ্যাং।

একটা ঘটনা তুলে ধরলে তাঁদের তৎপরতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আমার এক বন্ধু এলাকা থেকে কিছুদিন আগে পাড়ি জমিয়েছে রাজধানীতে। থাকছেন হাজারীবাগ এলাকায়।

সম্প্রতি আমার সামনে আমার আরেক বন্ধু অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে তাঁর সঙ্গে মজা করতে নিজেকে হাজারীবাগ থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দেন। অপর পাশ থেকে আমার বন্ধু ওই ছেলেটি বলেন, ‘আমি ইমন ভাইয়ের (সানজিদুল ইসলাম ওরফে ইমন) সঙ্গে কাজ করি। আপনি আমাকে খুঁজছেন কেন? আপনি কোথায় আছেন?’ আমার বন্ধু তাঁকে বলেন, ‘আমি থানায় আছি, আপনার নামে কিছু অভিযোগ আছে।’ উত্তরে বিশ্রী ভাষায় গালি দিয়ে আমার বন্ধু বলেন, ‘তোকে দেখতেছি, থানায় থাকিস, আসতেছি আমি। ইমন ভাইকেও তোর কথা বলতেছি।’ এমন অনেক কথোপকথন চলে।

এ ঘটনা দিয়ে বোঝা যায়, মুক্তি পাওয়া সন্ত্রাসীরা কতটা তৎপর। নতুন ছেলেরা এসে তাদের অধীন অথবা অধীন না থাকলেও তাদের কথা বলে ভয়ের সংস্কৃতি তৈরি করছে। তারা এতটাই ভয়ংকর যে পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা ক্ষিপ্ত হয়। থানায় গিয়ে নিজের জাত চেনাতে চায়। ভাইয়ের ছত্রচ্ছায়ায় থাকি—এই হুংকার দেয়।

এমন ঘটনা শহরে শত শত। মার্কেট দখল, ফুটপাত দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে অপরাধের প্রতিটি ক্ষেত্রে তারা বিচরণ করছে। এই সন্ত্রাসীদের জামিন দেওয়ার পর তাদের ওপর নজরদারি করার কথা বলেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পুরোনো অপরাধের নেটওয়ার্ক সচলের আগেই তাদের থামানো দরকার ছিল। তা তারা করেনি, তাই হয়তো আজ ছাত্র-জনতার নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নষ্ট হচ্ছে।

সর্বোপরি শীর্ষ সন্ত্রাসী বা আওয়ামী লীগের দোসর—যে বা যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদের আটকানোর দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার অথবা সরকারের।

গোলাম ওয়াদুদ প্রথম আলোর সহসম্পাদক

[email protected]

সম্পর্কিত নিবন্ধ