সেমিতে বার্সা-অ্যাথলেটিকোর গোল ও কামব্যাক থ্রিলার
Published: 26th, February 2025 GMT
বার্সেলোনার মাঠ লুইস কম্পানিসে যেন ফুটবল ম্যাচ নয় মিলল এক থ্রিলার সিরিজের দেখা। যার শুরু ‘চক্ষু চড়কগাছ’ হওয়া ঘটনা দিয়ে। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। প্রথম মিনিটেই গোল অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের। অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে ষষ্ঠ মিনিটে অ্যাথলেটিকোর লিড ২-০!
গল্পের কিন্তু ওটা শেষ নয়। কেবল শুরু। কারণ খানিক বাদেই, দুই মিনিটের ব্যবধানে বার্সার জোড়া গোল এবং ম্যাচে সমতা। ১৯ মিনিটে গোল করেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ২১ মিনিটে গোল করেন তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। ম্যাচে ২-২ গোলের সমতা!
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুই গোলে পিছিয়ে থেকে শুরু করা বার্সেলোনার লিড। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন বার্সার আরেক স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ম্যাচে বার্সা ৩-২ গোলের লিড নিয়ে শেষ করে প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোল করেন বার্সার পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। ম্যাচে বার্সা ২-০ গোলে পিছিয়ে থেকে শুরু করে ৪-২ গোলের লিডে পৌঁছে যায়!
বার্সার নামের পাশে তখন দুর্দান্ত এক কামব্যাকের গল্প লেখার অপেক্ষা। ৪-২ গোলের লিড নেওয়ার পর ম্যাচ ওখানেই শেষ ধরে নেওয়া স্বাভাবিক। তাও আবার ম্যাচটা বার্সার ঘরের মাঠে। কিন্তু থ্রিলার ম্যাচে কামব্যাকের গল্প লিখেছে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৮৪ মিনিটে মার্কোস লরিয়েন্তে গোল করে ব্যবধান ৪-৩ করে ফেলেন। যোগ করা সময়ে নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার সরলর্থ ম্যাচ ৪-৪ গোলের সমতায় শেষ করেন।
প্রথম লেগে থ্রিলার কোন সিনেমার যেন দুই কিস্তি শেষ হলো। এখন সিকুয়েল আনার অপেক্ষা। গল্পের শেষ টানার অপেক্ষা। কামব্যাক থ্রিলারের যে সিকুয়েল ম্যাচ মঞ্চস্থ হবে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয়। ম্যাচটি হবে ৩ এপ্রিল। গল্পের পট প্রস্তুতের জন্য পাওয়া যাচ্ছে বেশ সময়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ ল কর ন ক মব য ক প রথম
এছাড়াও পড়ুন:
গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে: আলী রীয়াজ
গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলুণ্ঠিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, এ দেশের ইতিহাসে গণতন্ত্রের আকাঙ্খা বারবার পর্যদুস্ত হয়ে একটি ব্যক্তিতান্ত্রিক শাসনে পরিণত হয়। গণতন্ত্রের সংগ্রামের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে বিভিন্নভাবে সে বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে।
শনিবার ঢাকায় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জাতীয় নাগরিক পার্টির নেতারা গত ১৫ বছরের ফ্যাসিবাদ শাসনকে পরাভূত করে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে দাবি করে দলটির উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর বসে ছিল, তার বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই, অকুতোভয় সংগ্রাম এবং আপনাদের সাথীদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে সে শাসনকে পরাস্ত করতে পেরেছেন। একটি ফ্যাসিবাদী শাসনকে পলায়ন করতে বাধ্য করেছেন যা বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর করেছে। তিনি বলেন, এখন সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। ফ্যাসিবাদ যেন আর কখনও এ দেশে ফিরে না আসে, রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেন স্থায়ী রূপ নেয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং সব রকমের নিপীড়ন যেন আমরা প্রতিহত করতে পারি।
আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে দলটির সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও ছিলেন সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও নাহিদা সারোয়ার নিভা।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। ২৩ মার্চ জাতীয় নাগরিক পার্টি কমিশন বরাবর তাদের মতামত জমা দেয়। সে প্রেক্ষিতে দলটির সঙ্গে আজ আলোচনায় বসে কমিশন। দিনব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হবে।