মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের প্রেম গুঞ্জন এক যুগেরও বেশী, তবে আনুষ্ঠানিক ঘোষনা এসেছিল গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। ওইদিন তাদের আকদ হয়েছিল। এতদিনেও প্রেমে নিয়ে কোন কথা বলেলনি নির্মাতা আদনাল আল রাজীব।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাউজিংয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ঠিক একদিন পর অর্থাৎ আজ দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের সঙ্গে প্রথম সেলফির ছবি দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজীব লিখেন,‘আমি কেবল একজন সাধারণ মানুষ, শিল্প তৈরি করার জন্য প্রয়াসী- চেহারা এবং প্রতিভা উভয় ক্ষেত্রেই সহজ। তবুও, কোনো না কোনোভাবে, ঈশ্বর সবসময় আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি আশীর্বাদ করেছেন। 

মেহজাবীনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আমি মনে করি তিনি আমাকে অনুগ্রহ করেছেন, এবং এখন, তিনি আমাকে আপনাকে দিয়েছেন - সব থেকে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে আপনি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু।এখান চিরকালের জন্য’। 

মহুর্তের মধ্যে ভরে যায় কমেন্ট বক্স। এতে শাহনাজ খুশী,চয়নিকা চৌধুরী,শ্যামল মাওলা, জিনাত সানু স্বাগতাসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হজ ব ন চ ধ র ম হজ ব ন

এছাড়াও পড়ুন:

আইসিসি র‌্যাংকিংয়ে তাসকিন-তাওহীদ-জাকেরের উন্নতি

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবিতে আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। তাসকিন বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন। জাকের দুই ম্যাচে ব্যাটিংয়ে রেখেছেন অবদান। তাওহীদ প্রথম ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যক্তিগত এই নৈপূণ্য অবশ্য দলের কোনো কাজ আসেনি। আইসিসি র‌্যাংকিংয়ে ব্যক্তিগত অর্জনকে স্বীকৃতি দিয়েছে। ছেলেদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তাসকিন আহমেদ প্রথবার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন। দুই ম্যাচে তাসকিন ২ উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে ৩৬ রানে ১ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ১ উইকেট নেন। না হওয়ার হিসাবের মধ্যে তার বোলিংই ছিল যতটুকু আলোচনায়। তাতে ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে এসেছেন। ক্যারিয়ার সেরা ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে এ অবস্থান ধরে রেখেছেন। এর আগে তার অবস্থান ছিল ৩৩ নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তাওহীদ ও জাকের আলী। তাওহীদ ১৮ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪ নম্বরে। জাকের ভারতের বিপক্ষে ৬৮ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৫ রান করেন। তার অবস্থান ৯৪ নম্বরে। এছাড়া র‌্যাংকিংয়ে পিছিয়ে নাজমুল হোসেন শান্ত (২৭), মুশফিকুর রহিম (৪২), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩) ও মিরাজ (৭৫)।

আরো পড়ুন:

‘ভারতের বি টিমের সঙ্গেও পারবে না পাকিস্তান’

বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি

বোলারদের র‌্যাংকিংয়ে মিরাজ এগিয়েছেন চার ধাপ। তাসকিনের সঙ্গে ৩০ নম্বর অবস্থানে আছেন ডানহাতি অফস্পিনার। মোস্তাফিজুর রহমান আছেন ৩৬ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন শুভমান গিল। দুই ম্যাচে রান পাওয়া এই ভারতীয় নিজের অবস্থান আরো শক্ত করেছেন।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি আবার সেরা পাঁচে এসেছেন। এছাড়া বোলিংয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান মাহিশ থিকসানা। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তান মোহাম্মদ নবী।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ