অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসও হতে পারেনি। কাল ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই রাওয়ালপিন্ডিতেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেটি টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ।

শুধু বাংলাদেশ নয়, স্বাগতিক পাকিস্তানেরও এটিই শেষ ম্যাচ। দুই দলের জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে জয় পাওয়ার শেষ সুযোগ আগামীকাল। এই ম্যাচেও কি আছে বৃষ্টির সম্ভাবনা?

হ্যাঁ! এই ম্যাচেও বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। আগামীকাল রাওয়ালপিন্ডিতে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। অ্যাকুওয়েদার অনুযায়ী, এই দিনে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, যা পরে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ  হয়নি।

 

 

সম্পর্কিত নিবন্ধ