রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলারির মালিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। তাঁরা খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্য।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর স্বর্ণ ব্যবসায়ীরা একটি মিছিল নিয়ে রামপুরা থানার দিকে চলে যান।

সড়ক অবরোধে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, আগামী শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। লুট করা স্বর্ণ উদ্ধার করতে হবে। তা না হলে তাঁরা সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন।

খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো.

ইয়াকুব বলেন, আনোয়ারের ওপর হামলাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এই এলাকার ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি। একই সঙ্গে আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।

আরও পড়ুনবনশ্রীতে গুলি করে স্বর্ণালংকার লুটের ভিডিও ভাইরাল, ‘ও আম্মা গো’ বলে বারবার চিৎকার২৪ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনবনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ‘২০০ ভরি স্বর্ণালংকার’ ছিনতাই২৩ ফেব্রুয়ারি ২০২৫

সড়ক অবরোধের আগে আনোয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান অলংকার জুয়েলারির সামনে মানববন্ধন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁরা সেখানে কয়েক দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা; সন্ত্রাসীরা যে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে, সেগুলো উদ্ধার করা; ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো; ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা; মামলার অগ্রগতি গণমাধ্যমের মাধ্যমে জানানো।

গত রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় আনোয়ারকে গুলি করে তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

আরও পড়ুন‘তিনটি মোটরসাইকেলে ৭ জন এসে গুলি করে, তখন দৌড়াতে থাকি’২৪ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ণ ল ক র সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি

নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ বন্দিকে ক্ষমা করেছেন।

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তাপ্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

দেশটির বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইরাবতী।

সম্পর্কিত নিবন্ধ