স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বনশ্রীতে সড়ক অবরোধ
Published: 26th, February 2025 GMT
রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলারির মালিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। তাঁরা খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্য।
প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর স্বর্ণ ব্যবসায়ীরা একটি মিছিল নিয়ে রামপুরা থানার দিকে চলে যান।
সড়ক অবরোধে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, আগামী শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। লুট করা স্বর্ণ উদ্ধার করতে হবে। তা না হলে তাঁরা সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন।
খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো.
সড়ক অবরোধের আগে আনোয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান অলংকার জুয়েলারির সামনে মানববন্ধন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁরা সেখানে কয়েক দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা; সন্ত্রাসীরা যে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে, সেগুলো উদ্ধার করা; ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো; ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা; মামলার অগ্রগতি গণমাধ্যমের মাধ্যমে জানানো।
গত রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় আনোয়ারকে গুলি করে তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
আরও পড়ুন‘তিনটি মোটরসাইকেলে ৭ জন এসে গুলি করে, তখন দৌড়াতে থাকি’২৪ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বর ণ ল ক র সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
২২ রানে ৭ উইকেট খুইয়ে ম্যাচ হারল পাকিস্তান
মার্ক চ্যাপম্যানের অনবদ্য সেঞ্চুরি ও জন্মভূমির বিপক্ষে মুহাম্মদ আব্বাসের রেকর্ড গড়া হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ওয়ান্ডেতে পাকিস্তানকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউ জিল্যান্ড। মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বাধীন কিউরা ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
নেপিয়ারে ম্যাকলিন পার্কে প্রথম ম্যাচে টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান কাপ্তান মোহাম্মদ রিজওয়ান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৪৪ রান তুলে স্বাগতিকরা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এগুচ্ছিল সফরকারীরা। তবে শেষ ২২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে কক্ষপথ থেকে ছিটকে পড়ে রিজওয়ানের দল। ৪৪.১ ওভারে ২৭১ রানে অল আউট হয় পাকিস্তান।
আরো পড়ুন:
বাদ পড়া থেকে সেরা বোলার শার্দুল
‘পৃথিবীর সেরা চিকিৎসা পেয়েছেন তামিম’
ঢাকা/নাভিদ