জনপ্রিয় ইউটিউবার প্রাজক্তার বিয়ের সেরা ৫ লুক
Published: 26th, February 2025 GMT
ছবি: ইনস্টাগ্রাম থেকে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খরুচে বোলিংয়ের পর, ম্যাচ ফি কাটা গেল ইশান্তের
২০২২ মৌসুমের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স রোববার (৬ মার্চ, ২০২৫) দারুণ খেলেছে। সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠেই ২০ বল ও ৭ উইকেট হাতে রেখে হারিয়েছে। উঠে এসেছে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে।
তবে দিনটি একদমই ভালো যায়নি গুজরাট পেসার ইশান্ত শর্মার। উইকেট শূন্য থেকে দিয়েছেন ৫৩ রান! প্রথমে ব্যাট করা হায়দরাবাদের দলীয় সংগ্রহ ছিল ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রান। বাজে পারফরম্যান্সের পর, ম্যাচ শেষে এই ৩৬ বছর বয়সী পেসারকে গুনতে হলো জরিমানা, যা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে।
জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইপিএল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের জন্য ইশান্তের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে। এই খবরটি সোমবার (৭ এপ্রিল) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে জানানো হয় যে ইশান্ত এই জরিমানা গ্রহণ করেছেন কোনও আপিল না করে। আইপিএল কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২ এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন তিনি। জরিমানার পাশাপাশি, ইশান্তকে এই ঘটনার জন্য একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
‘ভাবিনি ১৫ বছর একসাথে খেলব’
হায়দরাবাদের টানা ৪ হার
আইপিএল কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২’এ ব লা আছে, স্টাম্পে লাথি মারলে, ড্রেসিং রুমের দরজা, বিজ্ঞাপন বোর্ড, আয়না বা অন্যান্য ফিক্সচারগুলিতে ইচ্ছাকৃত, উদাসীন বা অবহেলাজনিতভাবে ক্ষতি করলে, এমনকি দুর্ঘটনাক্রমেও ক্ষতি করলে জরিমানা গুনতে হবে।
নিজের বোলিংয়ে বিরক্ত হয়ে একটা ভুল করে বসেন ইশান্ত। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় পানির বোতলে লাথি মারেন এই দীর্ঘদেহী পেসার। বোতল গিয়ে লাগে বিলবোর্ডে। তাতেই আইপিএলের কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২ লঙ্ঘন হয়।
ঢাকা/নাভিদ