জামালপুরের সরিষাবাড়ীতে ভিসা–পাসপোর্টবিহীন ছাড়াই এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটারা বাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।

ভারতের ওই নাগরিকের নাম শুকুর আলী (২৫)। তিনি নিজেকে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে দাবি করেছেন। এ ঘটনায় আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার ভাটারা বাজারে ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে পুলিশকে খবর দেয় তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনো এক ট্রেনে ওই যুবক সরিষাবাড়ীতে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। তবে তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। পাসপোর্ট ছাড়া বাংলাদেশে কীভাবে প্রবেশ করেছেন—এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। এর আগে চট্টগ্রাম ও কক্সবাজারেও ছিলেন তিনি। সেখান থেকেই সরিষাবাড়ীতে এসেছেন। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বড়াইগ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, রংমিস্ত্রি নিহত

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত নিবন্ধ