ভিসা-পাসপোর্টবিহীন ভারতের নাগরিক সরিষাবাড়ীতে আটক
Published: 26th, February 2025 GMT
জামালপুরের সরিষাবাড়ীতে ভিসা–পাসপোর্টবিহীন ছাড়াই এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটারা বাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।
ভারতের ওই নাগরিকের নাম শুকুর আলী (২৫)। তিনি নিজেকে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে দাবি করেছেন। এ ঘটনায় আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার ভাটারা বাজারে ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে পুলিশকে খবর দেয় তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনো এক ট্রেনে ওই যুবক সরিষাবাড়ীতে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। তবে তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। পাসপোর্ট ছাড়া বাংলাদেশে কীভাবে প্রবেশ করেছেন—এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। এর আগে চট্টগ্রাম ও কক্সবাজারেও ছিলেন তিনি। সেখান থেকেই সরিষাবাড়ীতে এসেছেন। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘এত কলা বানরও খায় না’—পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা আকরামের
সময় খারাপ গেলে যা হয় আরকি! তখন সবকিছুতেই দোষ ধরা পড়ে। পাকিস্তান দলের হয়েছে এখন সেই দশা। নিজের দেশে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানদের। কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের জন্য স্রেফ নিয়ম রক্ষার, বাংলাদেশের জন্যও তা-ই।
আরও পড়ুনপারফরম্যান্স করুণ, তারপরেও চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের আয় কোটি টাকা৫৮ মিনিট আগেমাঠে পারফরম্যান্স খারাপ হলে চারদিক থেকেই সমালোচনার তির ছুটে আসে। তখন হাঁটাচলা, কথা বলা, এমনকি খাওয়া—সবকিছুতেই দোষ ধরা পড়ে। রিজওয়ানের দলও এমন তীব্র সমালোচনার মধ্যে পড়েছে। আর সবচেয়ে বেশি সমালোচনা করছেন তাঁদের পূর্বসূরিরাই। কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম যেমন পাকিস্তানের খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন তুলেছেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের