ইতিহাস গড়ল ভিকি-রাশমিকার সিনেমা
Published: 26th, February 2025 GMT
ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত বলিউড সিনেমা ‘ছাবা’। ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। কারণ এ ঘরানার হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে এটি।
ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পদ্মাবত’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। ভারতে সিনেমাটি আয় করেছিল ৩০২ কোটি রুপি (নিট)। কিন্তু মুক্তির ১২ দিনে ‘ছাবা’ ভারতে আয় করেছে ৩৬৩ কোটি রুপি (নিট)। এখনো বক্স অফিসে সিনেমাটি নিজ অবস্থান ধরে রেখেছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ছাবা’ সিনেমা ৫০০ কোটি রুপি (নিট) আয়ের মাইলকফলক সৃষ্টি করতে পারে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে।
আরো পড়ুন:
সত্যি কি ৩৭ বছরের সংসার ভাঙছে গোবিন্দর?
‘ছাবা’ ঝড়: ১১ দিনে আয় ৬২১ কোটি টাকা
‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৮৩.
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাকিব খানের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে মুক্তি পেল ‘বরবাদ’
বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেল শাকিব খানের 'বরবাদ'। ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাসে মুক্তি পায় 'বরবাদ'। সেখানে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে এসকে ফিল্মস ইউএসএ। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা নেমেছে শাকিব খানের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। ১৯ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি।
নিউ ইয়র্কের সিনেমার্ট সিনেমাসের ম্যানেজার বারী বলেন, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথম কোন বাংলা ভাষার সিনেমা রিলিজ পেল তাদের হলে। আর প্রথম শো'তেই দর্শক একেবারে কানায় কানায় পূর্ণ। ছবি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মুখেও শোনা গেল উচ্ছ্বাস আর ভাললাগার কথা।
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফার্স্ট শো-তে বরবাদ দেখে জানিয়েছেন, কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ খুব ভালো লেগেছে।পুরো সিনেমা জুড়ে আমাদের শাকিব ভাই ছিলেন ওয়ান ম্যান আর্মি। তাকে দেখতেও অসাধারণ লেগেছে। এখানে বরবাদ ভালো চলবে।
নিউ ইয়র্কে প্রথম শো উপভোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বরবাদ দেখে তিনি বলেন, ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। পরদিন ব্যক্তিগত কাজে নিউইয়র্ক চলে আসি। এজন্য এখানে বরবাদ দেখে খুব এনজয় করেছি। দেশের মতো এখানেও শো হাউজফুল গেছে। সিনেমার টুইস্ট আমার মুগ্ধ করেছে, পুরো সিনেমাটাই এন্টারটেইনিং। যখন আমি সিনেমা করবো, চাইবো আমার সিনেমাটাও যেন এমন হয়।
এসকে ফিল্মস সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে 'বরবাদ'। যুক্তরাষ্ট্রের বাঙালী বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।