গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চায় বিএমবিএ
Published: 26th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ-এর সভাপতি মাজেদা খাতুন। এছাড়া, প্রথম সহ-সভাপতি মোঃ রিয়াদ মতিন; মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, দ্বিতীয় সহ-সভাপতি; সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ; কোষাধ্যক্ষ ইফতেখার আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও সাধারণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভাটি পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরনী উপস্থিত সদস্যদের কাছে উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষ জনাব ইফতেখার আলম আর্থিক বিবরনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং আলোচনা শেষে আর্থিক বিবরনীর উপর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরবর্তীতে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরনী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
বিএমবিএ-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম ২০২৪ সালের কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি, অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়। সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা মতামত প্রদান করেন।
সভাপতি মাজেদা খাতুন বলেন, বিএমবিএ পুঁজিবাজারের স্বার্থ ও সুরক্ষার জন্য সমস্ত স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে হবে। সভা শেষে বিএমবিএ নেতৃবৃন্দ একটি গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সদস্য ও স্টেকহোল্ডারদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এসকেএস
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ব এমব এ সদস য উপস থ
এছাড়াও পড়ুন:
৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত, পুলিশের বিপ্লব কুমার ও মেহেদী হাসান সাময়িক বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই যুগ্ম কমিশনারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ডিএমপির (দক্ষিণ) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁদের বরখাস্ত করা হয় বলে প্রজ্ঞাপনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি।
প্রজ্ঞাপনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই তাঁদের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তাঁরা খোরপোষ ভাতা পাবেন।
আরও পড়ুনসাবেক দুই আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা১৫ সেপ্টেম্বর ২০২৪গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭টি খুনের মামলার আসামি হয়েছেন বিপ্লব কুমার সরকার। তাঁর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, শেরেবাংলা, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় এসব মামলা করেছেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
এস এম মেহেদী হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী, লালবাগ, নিউমার্কেট, আদাবর ও ধানমন্ডি থানায় আটটি মামলা হয়েছে।
আরও পড়ুনসাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকারের ব্যাংক হিসাব স্থগিত২০ আগস্ট ২০২৪