চ্যাম্পিয়নস ট্রফি: গ্রুপ পর্বের শেষ পাঁচ ম্যাচে কী হলে কী হবে
Published: 26th, February 2025 GMT
আট দলের টুর্নামেন্ট। দুই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল। সেই চার দলের দুটিকে এরই মধ্যে পেয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছে ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে এই দুই দলের কাছেই হারা বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম পর্ব খেলেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। ‘বি’ গ্রুপ থেকে এখনো কোনো দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়নি, তেমনি কোনো দল বাদও পড়েনি।
১২ ম্যাচের গ্রুপ পর্বের সাতটি শেষ হয়ে গেছে। এই সাত ম্যাচের একটিতে অবশ্য একটি বলও হতে পারেনি বৃষ্টির কারণে। বাকি পাঁচ ম্যাচের কোনটিতে কী ফল হলে কী হবে, কোন দল এগিয়ে যাবে সেমিফাইনালে পথে, আর কারাই–বা বাংলাদেশ ও পাকিস্তানের পথ ধরবে…।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশকে বিদায় করে দিয়েছে নিউজিল্যান্ড.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এমন তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, লিবিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি এই তদন্ত শুরু করে। পরবর্তীতে উদ্ধার হওয়া বাংলাদেশি ও গ্রেপ্তারদের আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।