সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৩ মার্চ, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৩ মার্চ, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ডিসি অফিসের কোটিপতি কেরানির বিরুদ্ধ দুদকের চার্জশিট 

দুর্নীতির অভিযোগে মাদারীপুরের কোটিপতি কেরানি মো. মিজানুর রহমান ফকিরের (৫৩) বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র স্পেশাল জজ আদালতে (জেলা ও দায়রা জজ আদালত) এ চার্জশিট দাখিল করেন। 

মিজানুর রহমান ফকির মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। এর আগে তিনি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। 

মিজানুর রহমান ফকির মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঠককান্দী এলাকার মো. কিনাই ফকিরের ছেলে। কয়েক বছর আগে ‘ডিসি অফিসের কর্মচারী চার বাড়ির মালিক’ শিরোনামে তার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পর তদন্ত শুরু করে দুদক। দীর্ঘ তদন্তে তার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়।

দুদকের দাখিল করা চার্জশিট সূত্রে জানা গেছে, আসামি মো. মিজানুর রহমান ফকির ৫৩ লাখ ২০ হাজার ৭৪৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্তে সাক্ষ্য-প্রমাণে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে। এছাড়া, আসামি ৫৬ লাখ ৮০ হাজার ৯৭০ টাকার সম্পদের তথ্য গোপন এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অসৎ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অর্থাৎ, তার কোটি টাকার বেশি দামের সম্পদ রয়েছে।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানিয়েছেন, তদন্তকালে জব্দ করা আলামত ও রেকর্ডপত্র মোতাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) জানতে পারে যে, আসামি মো. মিজানুর রহমান গাড়ি ক্রয়-বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত। তিনি গাড়ি ক্রয়-বিক্রয় ব্যবসা করেছেন বলে লিখিতভাবে জানিয়েছেন। গাড়ি ব্যবসা থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা আয় করেছেন। তিনি সরকারি কর্মচারী হিসেবে গাড়ির ব্যবসা করার বিষয়ে কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। গণকর্মচারী (আচরণ), ১৯৭৯ এর বিধি-১৭ ধারায় এ বিষয়ে বলা আছে যে, কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ছাড়া সরকারি কার্য ব্যতীত অন্য কোনো ব্যবসায় জড়িত হতে অথবা অন্য কোনো চাকরি বা কার্য করতে পারবেন না। তিনি সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম-নীতি ও চাকরিকালীন বিধি-বিধান মানতে বাধ্য। তিনি সজ্ঞানে জেনে-বুঝে তা লঙ্ঘন করেছেন। তা দণ্ডবিধি ১৮৬০ এর ১৬৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।  

একইভাবে গণকর্মচারী আচরণ, ১৯৭৯-এর বিধি-১১ ধারায় বলা হয়েছে যে, কোনো সরকারি কর্মচারী ২ লাখ ৫০ হাজার টাকার অধিক মূল্যের কোন স্থাবর বা অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয় করতে চাইলে তাকে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান বা সরকারের অনুমোদন গ্রহণ করতে হবে। তিনি ১৯৭৯ এর বিধি-১২ ধারায় [ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ইত্যাদি নির্মাণ অথবা ক্রয়] বলা আছে যে, কোনো সরকারি কর্মচারী আবেদনের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন গ্রহণ ছাড়া ব্যবসায়িক বা আবাসিক ব্যবহারের অভিপ্রায়ে নিজে বা ডেভেলপারের দ্বারা কোনো ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ইত্যাদি নির্মাণ করতে বা কিনতে পারবেন না। মিজানুর রহমান ফকির সজ্ঞানে তা লঙ্ঘন করেছেন। তাছাড়া, আসামি নিয়মবহির্ভূতভাবে ভিপি/অর্পিত সম্পত্তি কেস নম্বর: ঢওও-ঠচ-১২৮/৭৩-৭৪ নং লিজ কেস মূলে ০.১৪০০ একর সরকারি (ভিপি) সম্পত্তি আইনবহির্ভূতভাবে বরাদ্দ নিয়ে ভোগদখলে রেখেছেন। ভিপি বা অর্পিত সম্পত্তি আইন মোতাবেক, যে শহরে লিজগ্রহীতার নিজস্ব বাড়ি বা জায়গা রয়েছে এবং তাকে ওই শহরের অর্পিত সম্পত্তির কোনো বাড়ি বা জায়গা লিজ দেওয়া যাবে না। আসামি সজ্ঞানে তা লঙ্ঘন করে নিজে লাভবান হওয়ার জন্য ভিপি সম্পত্তি আইনবহির্ভূতভাবে লিজ নিয়ে বাউন্ডারি, দরজা, ঘর নির্মাণ করে ভোগদখলে রেখেছেন। 

অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের স্মারক নং-৩১০৯৪ (তারিখ ২৪/০৮/২০২৩) মোতাবেক জেলা প্রশাসক, মাদারীপুরের স্মারক নং-১৭১ (তারিখ: ১৩/০৮/২০২৪) দ্বারা লিজ বাতিল করে দুদককে অবহিত করা হয়। 

পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, আসামি আইন অমান্যকারী এবং সরকারি কর্মচারী হয়ে লাভের আশায় ব্যবসা ও অবৈধ সুবিধা গ্রহণ করেছেন।

ঢাকা/বেলাল/রফিক

সম্পর্কিত নিবন্ধ