পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন। এ নিয়ে বিভিন্ন মামলায় এখন পর্যন্ত আনিসুলের মোট ৪৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মোট ৮৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা যেহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ আদালতে হাজির করা হয়। প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষে রিমান্ডের সপক্ষে আদালতের যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আরজি জানানো হয়।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই মামলায় আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াসীম হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক বন ও পরিবেশবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে বিভিন্ন হত্যা মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল ল হ আল ম ম ন জ র কর
এছাড়াও পড়ুন:
বাসার ভেতর ইয়াবা, দুই নারী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ও ভয়ঙ্কর মাদক ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের কোতোয়ালি সার্কেল। এ সময় দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি সার্কেল ইন্সপেক্টর মো. শাহজালাল ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়াস্থ একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে প্রথমে রোকসানা ও জ্যোৎস্নাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানোর মতে বাসার ভেতরে ভ্যানিটি ও ট্রাভেল ব্যাগে থাকা পৃথক ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
ঢাকা/মাকসুদ/এনএইচ