পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন। এ নিয়ে বিভিন্ন মামলায় এখন পর্যন্ত আনিসুলের মোট ৪৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মোট ৮৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা যেহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ আদালতে হাজির করা হয়। প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষে রিমান্ডের সপক্ষে আদালতের যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আরজি জানানো হয়।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই মামলায় আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াসীম হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক বন ও পরিবেশবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে বিভিন্ন হত্যা মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল ল হ আল ম ম ন জ র কর
এছাড়াও পড়ুন:
নামতে নামতে আর কত নিচে নামবেন ধোনি
নূর আহমেদ ও খলিল আহমেদের কপালটা খারাপ। এই সুযোগ আর পাবেন নাকি! মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে আরেকটু পরে নামলেই তো গল্প করার সুযোগ পেতেন। পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারতেন—এক ম্যাচে ধোনির আগে ব্যাটিং করেছিলাম। বিশ্বাস না হলে স্কোরকার্ডটাও দেখিয়ে দিতেন। তখন বিশ্বাস না করে উপায় কী!
শেষ পর্যন্ত ব্যাট হাতে এই ‘অবিশ্বাস্য কীর্তি’ তাদের গড়তে দেননি ধোনি। নিজেই নেমে যান ৯ নম্বরে। ব্যাটিংটা যে এখনো পারেন, সেটির প্রমাণও রেখেছেন ২০তম ওভারে দুই ছক্কা মেরে। অবশ্য এই রান শুধু তাঁর কাজেই এসেছে। এই ইনিংসের সৌজন্যে আইপিএলে চেন্নাইয়ের সর্বোচ্চ রানের (৪৬৯৯) মালিক হয়েছেন ধোনি। ছাড়িয়ে গেছেন মি. আইপিএলখ্যাত সুরেশ রায়নার ৪৬৮৭ রান।
এই রেকর্ডে চেন্নাই–সমর্থকদের আক্ষেপ আরও বাড়ার কথা। ব্যাট হাতে চেন্নাইয়ের সর্বোচ্চ রান করা ক্রিকেটার কেন ৯ নম্বরে ব্যাটিংয়ে আসবেন? কাল ধোনি যখন উইকেটে আসেন তখন রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে চেন্নাইয়ের দরকার ছিল ২৮ বলে ৯৮। মানে খেলা তখন শেষ! ধোনি তখন কী করবেন!
কাল ১৬ বলে ৩০ রান করেছেন ধোনি