বেসরকারি খাতের জীবনবিমা ও সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) নতুন কমিটি ঘোষিত হয়েছে। পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী আবার সংগঠনটির সভাপতি হয়েছেন। মহাসচিব হয়েছেন সেনাকল্যাণ ইনস্যুরেন্সের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.

) শফিক শামীম।

২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে বিআইএফ। গত সোমবার সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার প্রগতি লাইফ ইনস্যুরেন্সের সিইও দেশের বাইরে থাকায় নতুন কমিটির ঘোষণা দেন দুই নির্বাচন কমিশনারের একজন আস্থা লাইফের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।

নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুসারে, সোমবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। ফলে চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকেই নির্বাচিত ঘোষণা করা হয়।

বিআইএফের কার্যকরী নির্বাহী কমিটির প্রথম সহসভাপতি হয়েছেন তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের সিইও আবুল কালাম আজাদ ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন। জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান ও বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্সের সিইও মো. নূরে আলম সিদ্দিকী—এই দুজন হয়েছেন যুগ্ম মহাসচিব।

এ ছাড়া বেঙ্গল ইসলামী লাইফের সিইও মুনশি মো. মনিরুল আলম অর্থ সম্পাদক, ট্রাস্ট ইসলামী লাইফের সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রিপাবলিক ইনস্যুরেন্সের সিইও এ কে এম সারোয়ার জাহান সাংগঠনিক সম্পাদক ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের সিইও মো. আবদুল মতিন সরকার দপ্তর সম্পাদক হয়েছেন।

নতুন কমিটির কার্য নির্বাহী সদস্য হয়েছেন এশিয়া ইনস্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের সিইও কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইনস্যুরেন্সের সিইও হাসান তারেক, ঢাকা ইনস্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইনস্যুরেন্সের সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দান ইসলামী ইনস্যুরেন্সের সিইও চৌধুরী গোলাম ফারুক ও প্রাইম ইসলামী লাইফের সিইও মো. সামছুল আলম।

যোগাযোগ করলে বিআইএফের সভাপতি বি এম ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বিমা খাতের অবদান উল্লেখযোগ্য পর্যায়ে নিয়ে যেতে আমরা নতুন উদ্যমে কাজ করব। এ ব্যাপারে সরকারের কাছ থেকে নীতি সহায়তা আশা করব।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হয় ছ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

সাভারে স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’–এর পতাকা হাতে সংগঠনটির নেতা-কর্মীরা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্মৃতিসৌধের বেদির সামনে থেকে তাঁরা ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিয়ে ফটকের দিকে আসেন।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার সোহেল পারভেজ (৪১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা হাতে স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁরা স্মৃতিসৌধ থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেন। পরে স্মৃতিসৌধে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাঁরা বিভিন্ন দিকে দৌড় দেন। কয়েকজন মূল ফটকের দিকে গেলে জনতার সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একজনকে পিটুনি দেন জনতা। মারধরের সময় উপস্থিত সংবাদকর্মীসহ বেশ কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করেন। পরে তিনজনকে আটক করে আশুলিয়া থানা-পুলিশ।

স্লোগান দেওয়ার ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে সংগঠনটির কয়েকজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন। তাঁরা বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি।’ পরিচয় জানতে চাইলে তাঁদের একজন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ পরে জানান, তাঁর নাম আমিন মুসল্লি। তিনি বরগুনা সদর থেকে এসেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, স্মৃতিসৌধ চত্বর থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • মাসব্যাপী নামাজ পড়া ৩২ কিশোরকে সাইকেল দিল মহানগর উত্তর বিএনপি
  • পেপার ও পেপার বোর্ড আমদানিতে শুল্ক ৫ শতাংশ চান ব্যবসায়ীরা
  • সয়াবিনের দাম লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শনোর নোটিশ
  • সাভারে স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩
  • রপ্তানিতে নগদ প্রণোদনা চায় অ্যাকসেসরিজ খাত
  • রপ্তানিতে নগদ প্রণোদনা চায় অ্যাকসেসরিজ খাত