সম্পত্তি নিলামের বিষয়ে কিছু জানে না এমারেল্ড অয়েল
Published: 26th, February 2025 GMT
এমেরাল্ড অয়েলের সম্পত্তি নিলামের উদ্যোগ–সম্পর্কিত এক সংবাদ প্রতিবেদনের জেরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশ্নের জবাবে কোম্পানিটি বলেছে, এ বিষয়ে তারা কিছু জানে না। ১৫ ফেব্রুয়ারি এক জাতীয় দৈনিকে প্রকাশিত এই সংবাদের শিরোনাম ছিল, ‘বেসিক ব্যাংক আবার এমারেল্ড অয়েলের সম্পদ নিলামের উদ্যোগ নিয়েছে’।
এ পরিপ্রেক্ষিতে ডিএসইর ব্যাখ্যার প্রশ্নের জবাবে এমেরাল্ড অয়েলে উল্লিখিত জবাব দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সংবাদে বলা হয়, ২০০৩ সালের অর্থ ঋণ আদালত আইনের ধারা ৩৩ (৫) অনুযায়ী গত ৩০ জুলাই বেসিক ব্যাংক এমারেল্ড অয়েলের সম্পত্তি জব্দ ও বিক্রি করার অনুমোদন পেয়েছে, যদি না ঋণ সম্পূর্ণ পরিশোধ করা হয়। এ ছাড়া সংবাদে আরও উল্লেখ করা হয়, আদালত ব্যাংকের ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি নিলাম করার অনুমোদন দিয়েছে।
তবে ডিএসইকে দেওয়া জবাবে এমারেল্ড অয়েল জানিয়েছে, বেসিক ব্যাংক থেকে কোনো চিঠি বা আদালতের কোনো আদেশ/নোটিশ তারা পায়নি। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি দুঃখজনক, কোম্পানি বেসিক ব্যাংক থেকে এমন কোনো চিঠি বা আদালতের আদেশ/নোটিশ এখনো পায়নি। বর্তমানে কোনো ধরনের তথ্য ছাড়া তারা এ বিষয়ে মন্তব্য করতে পারছে না।
এ পরিস্থিতিতে এমারেল্ড অয়েল স্বচ্ছতা বজায় রাখার সঙ্গে নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কোম্পানিটি আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি বেসিক ব্যাংক বা আদালত থেকে কোনো ধরনের চিঠি বা আদেশ পাওয়া যায়, তবে নিয়মিত তথ্য প্রকাশের অংশ হিসেবে যথাসময়ে সবাইকে জানানো হবে।
এমারেল্ড অয়েল দীর্ঘদিন বন্ধ ও লোকসানি কোম্পানি ছিল। কোম্পানিটির মূল উদ্যোক্তারা ঋণখেলাপি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। ২০২১ সালে বন্ধ কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে এটি মালিকানায় নতুন গোষ্ঠীকে যুক্ত করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন কমিশন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওমর সানীর ‘ব্ল্যাক মানি’, মোশাররফ করিমের ‘খুচরা পাপী’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের তৃতীয় দিন বৈশাখী টিভি, নাগরিক টেলিভিশন ও এনটিভিতে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’, অতিথি: কণ্ঠশিল্পী চম্পা শীলা দেবী। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’, অতিথি: কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দল। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর।
বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক শাশুড়ির বিয়ে। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক লন্ডনি জামাই। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক কামিনা আমিনা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ট্রাক ড্রাইভার। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক সেইম সেইম। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, পাভেল, চিত্রলেখা গুহ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: আসিফ। সকাল ৮টায় নাটক আই লাভ ইউ টু। রাত ৮টায় নাটক ‘আদুরে মেয়ে’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: বিউটি ও সাগর বাউল।