বইপ্রেমীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ই-বুক। কখনও বিনা মূল্যে আবার কখনও অল্প মূল্যে ই-বুক পাওয়া যায়। আমাদের দেশে ই-বুক সম্প্রসারণে কাজ কাজ করছে ‘বইটই’। বইটই-এর যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এর উদ্যোক্তা জনপ্রিয় কিবোর্ড রিদমিক ল্যাবস-এর সিইও শামীম হাসনাত। তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। এরপর নিজেকে নিয়োজিত করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে। 

যেভাবে বইটই এর যাত্রা শুরু: শামীম হাসনাত বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি তৈরি করেন রিদমিক কিবোর্ড, যা অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসে ব্যবহার করা যায়। শামীম ২০১২ সালে রিদ্মিক কিবোর্ড চালু করেন, যার বর্তমান ব্যবহারকারী সংখ্যা ১২ কোটির বেশি। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি রিদ্মিক ল্যাবস-এর যাত্রা শুরু করেন, যেখানে নানা ধরনের অ্যাপ তৈরি করা হয়। সেই রিদমিক ল্যাবসের অন্যতম একটি প্রকল্প হলো বইটই।

কোথায় পাওয়া যায়:  বইটই অ্যাপ প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যায়। অ্যাপে লগইন করার পর পাঠকরা বিনামূল্যে পড়তে পারবেন তিন শতাধিক বই। এছাড়াও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, নগদ, রকেট এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে বারো হাজারের বেশি ই-বই কিনতে পারবেন। এসব বইয়ের মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যবহারকারী একবার একটি ই-বই কিনলে সারাজীবন পড়তে পারবেন। এছাড়াও, পড়ার সময় বই দাগানো, কোনো বিশেষ চরিত্র বা সংখ্যা মার্ক করা—এসব সুবিধাও পাওয়া যাবে বইটই অ্যাপে। জুম ইন বা জুম আউট করে প্রয়োজন অনুযায়ী লেখার আকার ছোট-বড় করেও পড়া যাবে।

আরো পড়ুন:

পর্যাপ্ত পানি পান করার পরেও ত্বক শুষ্ক হয় কেন?

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

বইটই সাইটে গিয়ে যেকোনো বইয়ের শুরুর অংশ পড়া যাবে। এরপর ইচ্ছে হলে কিনতে পারবেন। দেখতে পারবেন কোন লেখকের বই সবচেয়ে বেশি পড়া হচ্ছে, কোন ক্যাটাগরিতে কোন লেখক সেরা—এসব তথ্যও জানা যাবে। পাঠকরা ই-বই পড়ে তাদের মূল্যবান মতামত দিতে পারবেন।

বইটই’র কাস্টমার অফিসার মো.

আসিফ অনিক রাইজিংবিডিকে বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য ছিল সহজে ও সুলভে বই সবার হাতে পৌঁছে দেওয়া। তবে লক্ষ্যটা আরও বড়। ইচ্ছে আছে শত বা হাজার নয় বরং দেশ ও বিদেশের প্রতিটি মানুষের হাতেই বই পৌঁছে দেওয়ার।’’

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুর্ঘটনার কবলে রোনালদোদের বাস, এরপর রোনালদো গোলেই এগিয়ে আল নাসর

সৌদি প্রো লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আল নাসরের। আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপার লড়াইয়েও অনেক পেছনে পড়েছে রিয়াদের ক্লাবটি।

এবার মাঠের বাইরে থেকেও এল বড় দুঃসংবাদ। মক্কার ক্লাব আল ওয়েহদার বিপক্ষে খেলতে স্টেডিয়ামে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে আল নাসরের বাস। বাসটিতে রোনালদো, সাদিও মানে, আইমেরিক লাপোর্তের মতো তারকাসহ সব খেলোয়াড় ও কোচিং স্টাফ ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, চলন্ত বাসটির সামনের অংশ রাস্তার সঙ্গে আটকে গেছে। এতে বাসের সামান্য ক্ষতি হলেও সবাই অক্ষত ছিলেন।

মক্কার কিং আবদুলআজিজ স্টেডিয়ামে আল ওয়েহদা–আল নাসর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১০টায়। কিন্তু দুর্ঘটনার শিকার রোনালদোরা যথাসময়ে মাঠে পৌঁছাতে না পারায় খেলা শুরু হয়েছে রাত ১১টায়।

প্রথমার্ধ গোল বন্ধ্যাত্বে কাটলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ‘ডেডলক’ ভেঙেছেন রোনালদো। ৪৮ মিনিটে পর্তুগিজ মহাতারকার গোলেই এগিয়ে গেছে আল নাসর। সৌদি প্রো লিগের এবারের মৌসুমে এটি তাঁর ১৭তম গোল, ছাড়িয়ে গেছেন ১৬ গোল করা আল ইত্তিহাদের করিম বেনজেমাকে।

সৌদি আরবের দৈনিক ‘ওকাজ’–এর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে এলে ১০ হাজার রিয়াল (৩ লাখ ২৩ হাজার টাকা) জরিমানা করার নিয়ম আছে। কিন্তু রোনালদোদের বাস দুর্ঘটনার শিকার হওয়ায় জরিমানা নাও করা হতে পারে।

সম্পর্কিত নিবন্ধ

  • দুই গোলে এগিয়ে থেকেও বার্সার ড্র
  • দুর্ঘটনার কবলে রোনালদোদের বাস, এরপর রোনালদো গোলেই এগিয়ে আল নাসর
  • সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রী নিহত
  • কুবির ৪ ছাত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ 
  • অতিরিক্ত আইজিসহ পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি
  • খান ব্রাদার্সের শেয়ার কারসাজি, এবাদুল চক্রকে ৮৬ লাখ অর্থদণ্ড
  • ক্যান্সার নিরাময়ে চাই সচেতনতা
  • চৌধুরী আবদুল্লাহ, বেনজীর, আছাদুজ্জামানসহ পুলিশ ও র‍্যাবের সাবেক ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার