তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন: বুলু
Published: 26th, February 2025 GMT
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আজ কিছু অর্বাচীন নাবালক উপদেষ্টাদের বলতে শোনা যায়- জিয়াউর রহমানের বাবা নেতা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই- বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন আড়াই বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনও উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন, বিএনপি যদি ২৮০ সিটও পায় বিএনপি এককভাবে সরকার ঘটন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশে এমন কোনও প্রতিষ্ঠান নেই যেটা শেখ হাসিনা ধ্বংস করেননি। ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে। যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বুলু বলেন, আপনারা এমন কোনও কর্মকাণ্ড করবেন না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ১৭ বছর আপনারা অপেক্ষা করেছেন। বাবার জমি বেচে, মায়ের গয়না বেচে পালিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন-দৌলত হওয়ার চেষ্টায় তারা লিপ্ত হয়েছেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদের বলতে চাই, এমন কোনও কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন, বেগম খালেদা জিয়া যে দলের নেত্রী ছিলেন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন তাদের গায়ে যেন কোন কাদা না লাগে। এমন কোনও কর্ম করবেন না।
তিনি বলেন, বিগত ১৭ বছর শেখ হাসিনা আমাদের ওপর জুলুম করেছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। আমরা বাসায় থাকতে পারিনি। আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। আজ শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। শেখ হাসিনার অত্যাচারের কারণেই বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে।
কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন র রহম ন ব এনপ র করব ন ন কর ছ ন আম দ র গঠন ক
এছাড়াও পড়ুন:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেকে তদন্ত কমিটি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন বলেন, ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এ আগুন লেগেছে।
এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাউল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে সাজেকে অগ্নিকাণ্ডে কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁসহ ৯৭টি বসতঘর পুড়ে যায়। পরে এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকারও বেশি। তারা জানান, আগুনে শুধু ৩৪ কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।