যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো। তাঁর মক্কেলদের তালিকায় রয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ধনকুবের ইলন মাস্ক, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের মতো ব্যক্তিরা। ম্যানহাটানের এ আইনজীবী ঘণ্টায় কত পারিশ্রমিক নেন, জানেন? ৩ হাজার মার্কিন ডলার, যা টাকার অঙ্কে ৩ লাখ ৬৩ হাজারের বেশি।

স্পিরো এখন ম্যানহাটানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া আইনজীবীদের একজন। নামীদামি মক্কেল ও একের পর এক মামলা মোকাবিলা করার কারণে নিউইয়র্কে তিনি এখন পরিচিত মুখ। তাঁর আইনি পরামর্শক প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া দুই আইনজীবীর একজন তিনি।

স্পিরো যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেটির নাম ‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান’। দেশে-বিদেশে এ প্রতিষ্ঠানের ৩৫টি শাখায় প্রায় ১ হাজার আইনজীবী কাজ করেন। সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আদালতে তাদের আইনজীবীদের নতুন পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে।

এ সম্পর্কে অবগত আছে, এমন একটি সূত্র বলেছে, সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন স্পিরো ও উইলিয়াম বার্ক। বার্ক প্রতিষ্ঠানটির বৈশ্বিক সহব্যবস্থাপনা অংশীদার। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী হিসেবে কাজ করেছেন।

‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান’ তাদের আইনজীবীদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করলেও এটি মাঝেমধ্যে মক্কেলভেদে তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করে বা ছাড় দেয়। তাই নির্দিষ্ট মক্কেলদের বেলায় স্পিরো বা বার্ক কত পারিশ্রমিক নেন, তা নিশ্চিত হওয়া যায়নি। কুইন এমানুয়েলের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে চাহিদাসম্পন্ন আইনজীবীদের পারিশ্রমিক রকেটগতিতে বেড়েছে। সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবীরা নিয়মিত ঘণ্টায় দুই হাজার বা এর বেশি ডলার পারিশ্রমিক নেন।

স্পিরো বেশ কয়েকটি মামলায় মাস্কের পক্ষে আদালতে লড়েছেন। এখন তিনি নিউইয়র্কের মেয়র অ্যাডামসের হয়ে আদালতে লড়ছেন। অ্যাডামসের বিরুদ্ধে তুরস্কের কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

মামলা ও পারিশ্রমিকের বিষয়ে কথা বলতে রয়টার্স থেকে স্পিরোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি সাড়া দেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইনজ ব দ র ন উইয়র ক র আইনজ ব সবচ য়

এছাড়াও পড়ুন:

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে রিট

সেলিব্রেটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ​

বুধবার তানজিম রাফিদ নামের ঢাকার এক বাসিন্দা এই রিট আবেদনটি দায়ের করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানের মাধ্যমে দাখিল করা এই আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।​

আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধ জানানো হলো। ​

বিষয়টি নিয়ে আইনজীবী মাহিন এম রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী জুয়া ও বেটিং নিষিদ্ধ।

মাহিন আরও জানান, হাইকোর্ট আগামী সপ্তাহে এই রিট আবেদনের শুনানি করতে পারে।

এর আগে মঙ্গলবার অনলাইন জুয়ার সব ওয়েবসাইট, লিংক, গেইটওয়ে বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছে ল‘ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট। 

মঙ্গলবার সংগঠনটির পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ই-মেইলে এই নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের মহাপরিদর্শককে এ নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে অনলাইন জুয়া প্রতিরোধে স্পেশাল মনিটরিং সেল গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে রিট মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়
  • ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের 
  • ‘হোম অ্যালোন’ সিনেমা থেকে ট্রাম্পের দৃশ্যটি বাদ দেওয়া হোক, বললেন নির্মাতা
  • আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
  • সত্য ঘটনার ‘কেশারি টু’, কী আছে অক্ষয়ের এই ছবিতে
  • সত্য ঘটনার ‘কেশারি টু’
  • গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির কারাগারে 
  • বিচারক বললেন, আদালতের অনুমতি ছাড়া মক্কেলের সঙ্গে আইনজীবীর কথা নয়
  • অনলাইন জুয়ার ওয়েবসাইট–অ্যাপ ব্লক, প্রকাশিত বিজ্ঞাপন সরাতে নির্দেশনা চেয়ে রিট
  • অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে রিট