ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক একই ওয়ার্ডের মিন্টু মোছাদ্দিরের ছেলে।

পুলিশ জানায়, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করলেও প্রতিদিনের মতো মঙ্গলবার রাত দশটায় বাড়িতে আসলে তার এক ঘণ্টা পর বাড়ির পাশে দোকানে গেলে আর বাড়ি ফিরে আসেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন।

নিহত বেলালের বাবা জানান, নিহত বেলালের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিকভাবে কোনও শত্রু নেই। কিন্তু মা-হীন ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। ছাগলনাইয়া থানা পুলিশ বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: র মরদ হ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে অপহরণের পর শিশুকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়েজিদ (৯) নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। 

দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকার একটি ইটভাটার পরিত্যক্ত জায়গা থেকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাইজিদ ফতুল্লা রেলস্টেশন এলাকার সাইফুল আকনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চটপটি খাওয়ানোর কথা বলে প্রতিবেশী ফেরদৌস বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায় শিশু বায়েজিদকে। পরে রাতে শিশুটির বাবাকে ফোন করে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে বায়েজিদকে হত্যা করা হবে বলে ফোন বন্ধ করে দেয়। পরে শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেরদৌসকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ইটভাটার পরিত্যক্ত ঝোঁপ থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/এস

সম্পর্কিত নিবন্ধ