নতুন শি‌ল্পে গ্যা‌সের দাম ‌দ্বিগু‌ণের বে‌শি বৃদ্ধির প্রস্তাব দিয়ে‌ছে পে‌ট্রোবাংলা। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত গণশুনানিতে বিতরণ কোম্পা‌নিগু‌লোর পক্ষে পে‌ট্রোবাংলা এই প্রস্তাব উত্থাপন ক‌রে‌। গণশুনানির আয়োজন ক‌রে‌ছে বাংলা‌দেশ এনা‌র্জি রেগু‌লেট‌রি ক‌মিশন (বিইআর‌সি)।
 
পে‌ট্রোবাংলার প্রস্তাব অনুসা‌রে নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে (ক্যাপটিভ) সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.

৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) গ্যাসের অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করতে হ‌বে। এই প্রস্তাবের উপর শুনানি চল‌ছে।

য‌দিও ব্যবসায়ীরা গ্যা‌সের দাম বৃ‌দ্ধির বি‌রোধীতা ক‌রে বল‌ছেন, বিতরণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব মেনে গ্যাসের দাম বাড়ানো হলে দেশের শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে ও দেশ আমদানি নির্ভর হয়ে পড়‌তে পা‌রে। 

গত রোববার সাশ্রয়ী দামে জ্বালানি ও শিল্প উৎপাদনে এর প্রভাব শীর্ষক সেমিনারে প‌লি‌সি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, গ্যাসের দাম দ্বিগুণ করার বিষয়ে সরকারের পরিকল্পনা পণ্যের উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দেবে। শিল্পকারখানাগুলোকে অপ্রতিযোগিতামূলক করার পাশাপাশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গণশ ন ন

এছাড়াও পড়ুন:

ব্রাজিল কোচ হওয়ার বিষয়ে যা বললেন আনচেলোত্তি

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার সকালে ৪-১ ব্যবধানে হার মানে ব্রাজিল। এরপর থেকেই গুঞ্জন চলছে কোচ ডোরিভাল জুনিয়রকে ছাটাই করবে ব্রাজিল। তার জায়গায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে নেওয়া হবে।

তবে আজ শুক্রবার (২৮ মার্চ) এই বিষয়টি পরিস্কার করতে কথা বলেছেন আনচেলোত্তি। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এছাড়া, কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিওর দাবি নিয়েও তিনি দ্বিমত প্রকাশ করেছেন। আনচেলোত্তি আবারও নিশ্চিত করেছেন যে তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও দাবি করেছিলেন যে, আনচেলোত্তির সঙ্গে ব্রাজিল দলের কোচ হওয়ার বিষয়ে অতীতে আলোচনা হয়েছিল এবং তিনি নিজেও সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে আনচেলোত্তি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

আরো পড়ুন:

তবে কি আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের কোচ?

৬৬ বছর পর আর্জেন্টিনার কাছে এতো বড় ব্যবধানে হারল ব্রাজিল

“আমি এটা নিয়ে তার (রোনাল্ডো) সঙ্গে কথা বলেছি বলে মনে নেই। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা আমার মনে নেই,” — সাংবাদিকদের জানান আনচেলোত্তি।

তিনি আরও বলেন, “আমার চুক্তি খুবই স্পষ্ট, এর বাইরে কিছু বলার নেই। আমি ব্রাজিল জাতীয় দল, তাদের খেলোয়াড় এবং সমর্থকদের অনেক ভালোবাসি। তবে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। এই চুক্তি একদম পরিষ্কার।”

আনচেলোত্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে আবারও কোনো যোগাযোগ করা হয়েছে কিনা। উত্তরে তিনি সোজাসাপ্টা বলেন, “না।”  

তার ভবিষ্যৎ নিয়ে যেসব গুঞ্জন চলছে, সেগুলো নিয়ে তিনি কীভাবে সামলাচ্ছেন জানতে চাইলে আনচেলোত্তি মজার ভঙ্গিতে উত্তর দেন, “আমি দারুণ সময় কাটিয়েছি। কারণ আমি ইতালিতে আমার দাদা-দাদী, নানা-নানীদেরসহ পূর্বপুরুষদের দেখতে গিয়েছিলাম... এবং সত্যিই ভালো সময় কেটেছে।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ