বব ডিলান হয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন শ্যালামে, পুরস্কার জিতবেন কি
Published: 26th, February 2025 GMT
অস্কারে আট মনোনয়ন পেয়েছে জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। বছরের শুরুতে অবশ্য ছবিটি নিয়ে তেমন সাড়া ছিল না। এর অন্যতম কারণ গোল্ডেন গ্লোব থেকে খালি হাতে ফেরা। তবে এর পর থেকে ‘আ কমপ্লিট আননোন’ নিয়ে আলোচনা বেড়েছে, গত রোববার রাতে ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন টিমোথি শ্যালামে। প্রশ্ন হচ্ছে, আগামী সপ্তাহে অস্কারেও কি সাফল্য পাবে সিনেমাটি?
‘আ কমপ্লিট আননোন’ বব ডিলানের গল্প। আরও নির্দিষ্ট করে বললে তরুণ বয়সের ববের গল্প। সিনোমটি তৈরি হয়েছে ২০১৫ সালে লেখা এলিজাহ ওয়াল্ডের বই ‘ডিলান গোজ ইলেকট্রিক!’ অবলম্বনে। ক্যারিয়ারের শুরুর দিকে বব ডিলান মূলত ফোক গান গাইতেন। পরে নিজের গানে তিনি ইলেকট্রনিক যন্ত্রানুষঙ্গ ব্যবহার করেন। যা নিয়ে সেই সময়ে বিস্তর বিতর্ক হয়। ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় সে গল্পই তুলে এনেছেন জেমস ম্যানগোল্ড।
‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আ কমপ ল ট আনন ন
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩