টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
Published: 26th, February 2025 GMT
গাজীপুর মহানগরীর টঙ্গী মাছিমপুর এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ফরিদুল ইসলাম এতথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাড়ে ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করতে থাকেন তারা। এতে যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরো পড়ুন:
ঝিনাইদহে ট্রিপল মার্ডার: ২ সন্দেহভাজন আটক
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ওসি ফরিদুল ইসলাম বলেন, “রাতেই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ছ নত ই মরদ হ
এছাড়াও পড়ুন:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজেকে তদন্ত কমিটি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন বলেন, ইকো ভ্যালী রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এ আগুন লেগেছে।
এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাউল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে সাজেকে অগ্নিকাণ্ডে কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁসহ ৯৭টি বসতঘর পুড়ে যায়। পরে এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় শতকোটি টাকারও বেশি। তারা জানান, আগুনে শুধু ৩৪ কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।