Risingbd:
2025-02-26@09:58:12 GMT

টিভিতে আজকের খেলা

Published: 26th, February 2025 GMT

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
ইংল্যান্ড–আফগানিস্তান
সরাসরি, বিকেল ৩টা;
স্টার স্পোর্টস ২, নাগরিক টিভি, টি স্পোর্টস।

মেয়েদের আইপিএল
মুম্বাই ইন্ডিয়ানস–ইউপি ওয়ারিয়র্স
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস ১।

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ 
টটেনহাম–ম্যানচেস্টার সিটি
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

নটিংহাম ফরেস্ট–আর্সেনাল
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস ৩।

লিভারপুল–নিউক্যাসল
সরাসরি, রাত ২টা ১৫ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ২।

সৌদি প্রো লিগ 
আল খালিজ–আল ইত্তিহাদ
রাত ১১টা; 
সনি স্পোর্টস টেন ২।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল স ট র স প র টস

এছাড়াও পড়ুন:

‘ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে’

শিহাব শাহীন নির্মিত নতুন সিনেমা ‘দাগি’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। টানা ২ মাস ৫ দিন শুটিং শেষে ক্যামেরা বন্ধ করলেন নির্মাতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র‍্যাপ আপ’। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলেন, ‘র‍্যাপ আপ’!

আরো পড়ুন:

অপসারণের আলটিমেটামের মধ্যেই এফডিসির এমডিকে ফুল দিয়ে বরণ

আমার বাবা-মা কি ভিখারি, প্রশ্ন ভারতের স্ত্রী জয়শ্রীর

এরপর নিশো মজা করে বলেন, “সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!”

গত বছরের ডিসেম্বর মাসে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় আফরান নিশো-তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দাগি’ সিনেমা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ