সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এ পরিদর্শন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি।

বারিধারায় ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তী সময় নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত আসেন। পথিমধ্যে তিনি আশপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এসময় তিনি রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন।

এম জি

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করতো সবুজ

র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করা সবুজ মিয়া ওরফে শ্যামল‌কে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ছোট গৌরিচন্না গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সবুজ মিয়া ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভাবখালি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে ছদ্মবেশ ধারণ করে ডাকাতি করার অপরাধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘সবুজ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করতো। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পালিয়ে অবস্থান করতো। এ ছাড়াও নাম পরিবর্তন করে গা-ঢাকা দিয়ে থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠিয়ে সবুজের রিমান্ড চাওয়া হবে।’’

 

ঢাকা/ইমরান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ভোরে আকস্মিকভাবে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আইন হাতে তুলে না নেয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা 
  • দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: আসিফ মাহমুদ
  • ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে’
  • বারিন্দ মেডিকেলে গিয়ে অবরুদ্ধ ৪ সমন্বয়ক, মবের শিকার হওয়ার দাবি
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের ৫০০ দলের টহল, গ্রেপ্তার ২৪৮
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির তাগিদ ব্যবসায়ীদের
  • র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করতো সবুজ