প্রতিপক্ষ কোচের ঘাড় চেপে জরিমানা গোনার পর গোল করে দলকে জেতালেন মেসি
Published: 26th, February 2025 GMT
একই ম্যাচে দুজনে গোল করে অনেকবার দলকে জিতিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার এক ম্যাচে জরিমানাও গুনলেন ইন্টার মায়ামির এই দুই তারকা। সেটা আবার একই ধরনের ভুলের জন্য।
গত ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে মেসি নিউইয়র্ক সিটির কোচ ও সুয়ারেজ এক খেলোয়াড়ের ঘাড়ে হাত দেওয়ার শাস্তি পেয়েছেন। মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাদের অর্থ জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে। যদিও টাকার পরিমাণটা জানানো হয়নি।
সেদিন ম্যাচের শেষ বাঁশির পর হলুদ কার্ড পাওয়া মেসি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। রেফারি আলেক্সিস দা সিলভার সঙ্গে বাগ্বিতণ্ডার কারণে তিনি হলুদ কার্ড দেখেন। মেসি নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে কী যেন একটা বলছিলেন, তখন দুজন মায়ামি সহকারী কোচ তাকে থামানোরও চেষ্টা করেন। এই চেষ্টায় তারা প্রাথমিকভাবে সফলও ছিলেন, মেসি প্রথমে হাঁটতে শুরু করেন।
দুজনেই আজ গোল পেয়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের প্রয়াত নেতা নাসিমের ছেলের নামে নিউইয়র্কে ১৪ অ্যাপার্টমেন্ট, দুদকের মামলা
আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক বলছে, নিউইয়র্কের ওই ১৪টি অ্যাপার্টমেন্টের বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা।
আরও পড়ুনতখন ‘সাহস’ পায়নি, এখন তৎপর দুদক০৭ সেপ্টেম্বর ২০২৪এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
তমাল মনসুর প্রয়াত মোহাম্মদ নাসিমের মেজ ছেলে, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন।
আরও পড়ুনমনসুর আলী মেডিকেলের নিয়ন্ত্রণ চান স্বাচিপ নেতা০২ জুলাই ২০২৪