আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, নিহত ২৯
Published: 26th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
আফগানিস্তানের দুটি প্রদেশে শিলাসহ ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ভয়াবহ শিলাবৃষ্টির কারণে ২১ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ছয়জন। প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার জানান, নিহতরা দুটি পরিবারের সদস্য এবং তারা পিকনিকে গিয়েছিলেন।
এদিকে, দক্ষিণ কান্দাহারে ভারী বৃষ্টিপাতের কারণে আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়— চারজন নারী কাপড় ধোয়ার সময় আকস্মিক বন্যার পানিতে ভেসে যান। একটি বাড়ির ছাদ ধসে আরও চারজন প্রাণ হারান।
বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করেছিলেন যে— ‘খরা, বন্যা, নদীভাঙন এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাস দেশটির জন্য প্রধান হুমকি হয়ে উঠেছে।’
২০২৪ সালের মে মাসে আকস্মিক বন্যায় শত শত মানুষ নিহত হন। প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, ব্যাপক ক্ষতি হয় অবকাঠামোরও।
এম জি
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
ঈদের রাতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম হাকিম (২৫)। তিনি একই উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ভুক্তভুগী বাদী হয়ে মামলা করেছেন। এর আগে, সোমবার দবিাগত রাতে টান চারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, ‘‘ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ঈদের দিন রাতে ছোট সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন হাকিম মিয়া। মামলার আসামিকে ধরতে অভিযান চলছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তামাক চুল্লিতে নিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’, অভিযুক্ত পলাতক
ঢাকা/রুম্মন/রাজীব