৪৭তম বিসিএসের আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত এই বিসিএসে মোট আবেদন করেছেন প্রায় ২ লাখ ৩০ হাজার চাকরিপ্রার্থী। তবে মোট আবেদন কত হবে, তা জানা যাবে আবেদনের সময় শেষ হলে।

এদিকে পিএসসি জানিয়েছে, জুনের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।

৪৭তম বিসিএসে আবেদনের সময় প্রায় এক মাস বাড়ানো হয়েছে। আবেদন জমার শেষ তারিখ ছিল গত ৩০ জানুয়ারি। পরে তা পরিবর্তন করে শেষ সময় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুননর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, বেতন স্কেল ২৫,৩৮৩-৬৩,৪৫৬ টাকা২৪ ফেব্রুয়ারি ২০২৫

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) জমাদানের শেষ তারিখ ৩০ জানুয়ারির পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হলো। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আরও পড়ুনজনতা ও অগ্রণী ব্যাংকে চাকরি, দশম গ্রেডে পদ ২৩৩২০ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনসুইডেনের ফুল-ফান্ডেড ৭৫০ স্কলারশিপ, জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২৭ ফ ব র

এছাড়াও পড়ুন:

আরপিসিএল-নরিনকোতে চাকরি, মূল বেতন ৯১ হাজার, আবেদন করুন দ্রুত

বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডে (আরএনপিএল) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই কোম্পানিতে ম্যানেজার (সেফটি অ্যান্ড সিকিউরিটি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজার (সেফটি অ্যান্ড সিকিউরিটি)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ৩.০ ও সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত (মেজর র‌্যাঙ্কের নিচে নয়) কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

বয়স: ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর

কর্মস্থল: কলাপাড়া, পটুয়াখালী

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৯১,০০০ টাকা। এ ছাড়া বাসাভাড়া ভাতা, প্রকল্প ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, পরিবহন ভাতা, মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে কভার লেটারসহ সিভি সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের অনুকূলে আবেদন ফি বাবদ ৫০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড, এশিয়ান টাওয়ার (লেভেল-১০), বাসা-৫২, রোড # ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনডাক জীবন বীমায় চাকরি, নয় ক্যাটাগরিতে পদ ৫৬২৩ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ
  • আরপিসিএল-নরিনকোতে চাকরি, মূল বেতন ৯১ হাজার, আবেদন করুন দ্রুত