নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসে প্রাণ গেল কামাল হোসেন নামে এক ফটোস্ট্যাট ব্যবসায়ীর।

বুধবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারীনগর মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন নওগাঁ যাচ্ছিলেন। পথে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয়।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

এর আগেও বিহারীনগরের এই মোড়টিতে একাধিকবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অনেকের। এলাকাবাসী এই মোড়ে একটি গতিরোধকের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে ৩০০টির বেশি ভিসা বাতিল

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ৩০০টির বেশি ভিসা বাতিল করেছেন এবং তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় মুখোশধারী এজেন্ট কর্তৃক এক শিক্ষার্থীকে আটক করা নিয়ে দেশটিতে সৃষ্ট উত্তেজনাকে পাত্তা দেননি তিনি। 
ইসরায়েলের কট্টর সমর্থক রুবিও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি ভিসা বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন এবং তাঁর বিরুদ্ধে মার্কিন বাক্স্বাধীনতার সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

কতজনের ভিসা বাতিল করা হয়েছে– জানতে চাইলে রুবিও বলেন, এই মুহূর্তে হয়তো ৩০০টির বেশি। আমরা প্রতিদিন এটি করি। বাতিল করা ভিসার বেশির ভাগই শিক্ষার্থীদের। বিবিসি।

সম্পর্কিত নিবন্ধ