অন্যপ্রকাশ থেকে মেলায় আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ৪০টি বই নিয়ে বড় আকারে একটি বই ছোটকাকু ৪০, ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদনায় কবি জীবনানন্দ দাশের দীর্ঘ কবিতা সোমেশ্বর মুস্তফির কবিতা, ফরিদ কবিরের উপন্যাস নীল মাকখির চোখ।

মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যলয়ের কর্মচারী, সম্পাদনা: আশফাক হোসেন ও কাজী সামিও শীশ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদাম ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও একটি এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা এমব্রয়ডারি কারখানায়ও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ