বইমেলার শেষ মুহূর্তেও আক্ষেপ প্রকাশকদের
Published: 26th, February 2025 GMT
অন্যপ্রকাশ থেকে মেলায় আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ৪০টি বই নিয়ে বড় আকারে একটি বই ছোটকাকু ৪০, ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদনায় কবি জীবনানন্দ দাশের দীর্ঘ কবিতা সোমেশ্বর মুস্তফির কবিতা, ফরিদ কবিরের উপন্যাস নীল মাকখির চোখ।
মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যলয়ের কর্মচারী, সম্পাদনা: আশফাক হোসেন ও কাজী সামিও শীশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও পেল সিটি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ মোবারক জানিয়ে গতকাল মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের ঘরে ২১ মিনিটে পিছিয়েও পড়ে পেপ গার্দিওলার দল। তখন কি ম্যানচেস্টার সিটির সমর্থকদের মনে হয়েছিল, ২০১৬–১৭ মৌসুমের পর এবারই হয়তো প্রথমবারের মতো খালি হাতে মৌসুম শেষ করতে হবে!
আরও পড়ুনস্কালোনির কাছে হারলেই চাকরি যায় ব্রাজিল কোচদের১০ ঘণ্টা আগেমনের মধ্যে এমন কোনো শঙ্কা জেগে থাকলেও তা কেটে গেছে বিরতির পর। ৪৯ মিনিটে আর্লিং হলান্ড ও ৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে ঠিকই ২–১ গোলের জয় তুলে নেয় সিটি। সেমিফাইনালে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। ছেলেদের এফএ কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠল সিটি।
দুর্দান্ত খেলা নিকো ও’রেইলিকে এভাবেই অভিনন্দন জানান গার্দিওলা