অমর একুশে বইমেলায় কবি ও লেখক আহমেদ শরীফের দুইটি বই প্রকাশ করেছে নৃ প্রকাশন।  এগুলো হলো ‘পরিযায়ী’ এবং ‘অসময়ের ছবিকাব্য’।

সায়েন্স ফিকশন ‘পরিযায়ী’ বইটি সম্পর্কে আহমেদ শরীফ জানিয়েছেন,  গত বছরের আন্তর্জান্তিক সব গুরুত্বপূর্ণ তথ্য, প্রাকৃতিক বিপর্যয়ের খবর যেমন আছে, তেমনি থাকছে একটি প্রেমিক যুগলের কাহিনি। আর বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কারা কাজ করছে, কল্পনার মিশেলে তার একটি কন্সপিরেসি থিওরি দেওয়া হয়েছে বইটিতে। বইয়ের প্রচ্ছদ করেছে সোনিয়া আক্তার, মূল্য ২৪০ টাকা।

‘অসময়ের ছবিকাব্য’বইটি  সম্পর্কে কবি জানিয়েছেন, চারপাশে কিছু ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনের অনেক ছবি আমাদের মনে ভাবাবেগের জন্ম দেয়, কবিতার জন্ম দেয়। তেমন কিছু  ছবি নিয়ে ভিন্নধারার কাব্যগ্রন্থ এটি। এটরি প্রচ্ছদ করেছে সোনিয়া আক্তার, দাম ২৪০ টাকা ( মেলায় ২৫% ছাড় থাকছে)। 

আরো পড়ুন:

বইমেলায় বাংলা একাডেমির ‘গুণিজন স্মৃতি’ পুরস্কার ঘোষণা

বইমেলায় রাহিতুল ইসলামের ‘তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ’

বই দুটি পাওয়া যাচ্ছে নৃ প্রকাশনের ১৯৫ নং স্টলে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল য়

এছাড়াও পড়ুন:

বইমেলায় আহমেদ শরীফের দুইটি বই প্রকাশিত হয়েছে

অমর একুশে বইমেলায় কবি ও লেখক আহমেদ শরীফের দুইটি বই প্রকাশ করেছে নৃ প্রকাশন।  এগুলো হলো ‘পরিযায়ী’ এবং ‘অসময়ের ছবিকাব্য’।

সায়েন্স ফিকশন ‘পরিযায়ী’ বইটি সম্পর্কে আহমেদ শরীফ জানিয়েছেন,  গত বছরের আন্তর্জান্তিক সব গুরুত্বপূর্ণ তথ্য, প্রাকৃতিক বিপর্যয়ের খবর যেমন আছে, তেমনি থাকছে একটি প্রেমিক যুগলের কাহিনি। আর বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কারা কাজ করছে, কল্পনার মিশেলে তার একটি কন্সপিরেসি থিওরি দেওয়া হয়েছে বইটিতে। বইয়ের প্রচ্ছদ করেছে সোনিয়া আক্তার, মূল্য ২৪০ টাকা।

‘অসময়ের ছবিকাব্য’বইটি  সম্পর্কে কবি জানিয়েছেন, চারপাশে কিছু ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনের অনেক ছবি আমাদের মনে ভাবাবেগের জন্ম দেয়, কবিতার জন্ম দেয়। তেমন কিছু  ছবি নিয়ে ভিন্নধারার কাব্যগ্রন্থ এটি। এটরি প্রচ্ছদ করেছে সোনিয়া আক্তার, দাম ২৪০ টাকা ( মেলায় ২৫% ছাড় থাকছে)। 

আরো পড়ুন:

বইমেলায় বাংলা একাডেমির ‘গুণিজন স্মৃতি’ পুরস্কার ঘোষণা

বইমেলায় রাহিতুল ইসলামের ‘তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ’

বই দুটি পাওয়া যাচ্ছে নৃ প্রকাশনের ১৯৫ নং স্টলে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ