রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ইরান সফরে গেছেন। সফরকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে লাভরভের।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুজনের আলোচনায় রাশিয়া–ইরান সম্পর্কের পাশাপাশি কিছু বর্তমান আন্তর্জাতিক বিষয়ও স্থান পাবে। মন্ত্রণালয় বলেছে, দুজন সিরিয়া ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে ২০১৫ সালে ইরান ও প্রভাবশালী দেশগুলোর মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি নিয়েও আলোচনার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিলে চুক্তিটি ভেস্তে যায়। ওই সময় ইরানের ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ পুনর্বহাল করেন ট্রাম্প।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট র

এছাড়াও পড়ুন:

তটিনীর ভ্রমণকাহিনি: সূর্যাস্তের সেই সৌন্দর্য আজও মনে গেঁথে আছে

নাটকের শুটিংয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী। কাজে একটু ফুরসত পেলেই ঘুরে বেড়িয়েছেন দেশটির এ-শহর, ও-শহর। শোনালেন তেমনই একটি অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়ায় একাধিক নাটকের শুটিং। তাই বলে একটু ঘুরব না! সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে বিষয়টা নিয়ে কথাও বলেছিলাম। কিন্তু সিডনিতে টানা শুটিংয়ে সময় বের করাটাই কঠিন হয়ে পড়ল। একঘেয়েমিও পেয়ে বসল। মন চাইছিল কোথাও একটু ঘুরতে যাই। এর মধ্যেই পাওয়া গেল বিরতি। সময়টা ঘুরেফিরে কাটাতে পারলে মন্দ হয় না। ব্যবস্থা করে দিল আমার কাজিন। সে-ও আমার অবসরের অপেক্ষায় ছিল সস্ত্রীক। সিদ্ধান্ত হলো তাদের সঙ্গে লা-পেরুজে যাব।

হলিউডের অনেক সিনেমার শুটিং সিডনির এই শহরতলিতে হয়েছে। জায়গাটা পর্দায় দেখা। সিনেমার সেসব দৃশ্যের কথা মনে পড়তেই আনন্দে নেচে উঠল মন। লা পেরুজের সূর্যাস্তের কথা তো কতই শুনেছি। পরে আমার কাজিনদের কাছ থেকেও জানলাম। তারাও অনেকবার গিয়েছে।

লা পেরুজে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। পরিচ্ছন্ন আর খোলামেলা সৈকত, আবহাওয়াটাও দারুণ।

গাঙচিলদের সঙ্গে কিছুটা সময়

সম্পর্কিত নিবন্ধ