ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী, কী আলোচনা হবে
Published: 26th, February 2025 GMT
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ইরান সফরে গেছেন। সফরকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে লাভরভের।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুজনের আলোচনায় রাশিয়া–ইরান সম্পর্কের পাশাপাশি কিছু বর্তমান আন্তর্জাতিক বিষয়ও স্থান পাবে। মন্ত্রণালয় বলেছে, দুজন সিরিয়া ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে ২০১৫ সালে ইরান ও প্রভাবশালী দেশগুলোর মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি নিয়েও আলোচনার কথা রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিলে চুক্তিটি ভেস্তে যায়। ওই সময় ইরানের ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ পুনর্বহাল করেন ট্রাম্প।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট র
এছাড়াও পড়ুন:
আবারও পতনে সূচক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭ টির, দর কমেছে ২০৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির।
ডিএসইতে ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৩ কোটি ৮১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৩ পয়েন্টে।
সিএসইতে ২১২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ৩৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস