জোড়া সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন বিদ্রোহীকে বাদ দিয়েই কদিন আগে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলে গত সাফজয়ী খেলোয়াড় আটজন। ২৩ জনের স্কোয়াডে বাকিরা নবাগত।

সেদিক থেকে নতুন এক বাংলাদেশই আজ নতুন শুরু করছে। শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে।

গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাফ জয়ের মূল কুশীলবরাই নেই দলে। তাঁদের ছাড়া নতুন বাংলাদেশ কেমন করে, সেদিকে তাকিয়ে সবাই।

তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই মেয়েরা পা রাখতে চান নতুন দিনে। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে নতুন অধিনায়ক ডিফেন্ডার আফঈদা খন্দকারের।

বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাজারো আফগানকে বহিষ্কার পাকিস্তানের

পাকিস্তান চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে। ৩০ এপ্রিল সময়সীমার আগেই ৮০ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে; এরাও তাদের মধ্যে আছে বলে জাতিসংঘ জানিয়েছে।

নথিবিহীন আফগান ও যাদের অবস্থান করার অস্থায়ী অনুমতি ছিল, তাদের বহিষ্কার করার পদক্ষেপ জোরদার করেছে ইসলামাবাদ। অতিরিক্ত শরণার্থীর চাপ তারা আর বহন করতে পারছে না বলে ইসলামাবাদ জানিয়েছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ পরিবারকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান।

আগামী কয়েক মাসের মধ্যে ২০ লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার কাবুল যান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির কান মুত্তাকি শরণার্থী আফগানদের ফেরত পাঠানোর ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। রয়টার্স।

সম্পর্কিত নিবন্ধ