Prothomalo:
2025-02-26@09:03:54 GMT

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Published: 26th, February 2025 GMT

ছবি: তানভীর আহাম্মেদ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে বাস উল্টে খাদে, আহত অনেক

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে বাসটিতে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি জানান লাখাই থানার ওসি মো. বন্দে আলী।

আহতদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা গ্রামের আমীর আলীর পুত্র  মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০) ও রসুলপুরের মরুয়ারার (৪৫) নাম জানা গেছে।

আরো পড়ুন:

ইবির বাস উল্টে আহত ২৫ শিক্ষার্থী

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ৫

আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে গতকাল রাত ২টার দিকে ছেড়ে আসে লাকী এক্সপ্রেস নামে একটি বাস। বাসটি বুধবার ভোরের দিকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা কম-বেশি আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। 

লাখাই থানার ওসি মো. বন্দে আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনাটি গাড়িটি উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ